• বুধবার ১৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৭ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

রংপুরে পুলিশ পরিচয়ে চাঁদাবাজ, আটক ৩

আজকের খুলনা

প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২০  

রংপুরের পীরগঞ্জে দোকান খোলা রাখার সময় পুলিশ পরিচয়ে ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবির অভিযোগে তিনজনকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা। শুক্রবার রাতে উপজেলার আলমপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। এসময় ওই তিন ভুয়া পুলিশের মোটরসাইকেলও ভাঙচুর করেন বিক্ষুব্ধ লোকজন।

পুলিশ ও স্থানীয়রা জানান, পীরগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল আজাদ মন্ডলের ছেলে অলিন মন্ডল, কাউন্সিলরের বড়ভাই আব্দুল হালিম মিয়ার ছেলে জামান এবং ওই পরিবারের আত্মীয় উজিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৈয়ব আলীর ছেলে বিপুসহ আরও কয়েকজন রাত ৯ টার দিকে আলমপুর ইউনিয়নের মমিন বাজারে যান। সেখানে তারা নিজেদের পুলিশ পরিচয় দিয়ে দোকান  খোলা রাখার অভিযোগে ব্যবসাীদের কাছে চাঁদা দাবি করেন।

তখন দোকান মালিকরা অপারগতা প্রকাশ করলে তারা দোকানে ঢুকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলযোগে দ্রুত স্থান ত্যাগ করেন। তখন ওই বাজারের ব্যবসায়ীরা বিষয়টি মোবাইল ফোনে অন্যদের অবগত করলে রায়পুর ইউনিয়নের মিয়ার বাজারে তাদের আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়। তাদের সহযোগী হিসেবে আরও তিনজন জড়িত আছে বলে স্থানীয়রা জানান।

পীরগঞ্জ থানার ওসি সরেস চদ্র আজ শনিবার সকালে জানান, এ ঘটনায় থানায় মামলা হচ্ছে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ।

আজকের খুলনা
আজকের খুলনা