• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সপ্তাহে ২ দিন চলবে খুলনা-কলাকাতা ট্রেন

আজকের খুলনা

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২০  

যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে খুলনা-কলকাতা রুটে বন্ধন এক্সপ্রেস ট্রেন এখন থেকে সপ্তাহে দু’দিন চলাচল করবে। এতে যাত্রী সুবিধার পাশাপাশি দু’দেশের মধ্যে বন্ধুত্বপূর্ন সম্পর্ক ও আর্থ-সামাজিক উন্নয়ন হবে।

আজ রবিবার দুপুর দেড়টায় খুলনা রেলস্টেশনে নতুন সময়সূচি অনুযায়ী বন্ধন এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করা হয়। খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক ও ভারতের সহকারি হাই কমিশনার রাজেশ কুমার রায়না সবুজ পতাকা নেড়ে এই ট্রেন সার্ভিস উদ্বোধন করেন। 

এর আগে সকালে ছাব্বিশ জন যাত্রী নিয়ে কলকাতা থেকে বন্ধন ট্রেন খুলনায় এসে পৌঁছায়। খুলনা থেকে কলকাতায় গিয়েছেন বত্রিশ জন যাত্রী।  

রেলওয়ের উর্ধ্বতন কর্মকর্তারা বলেন, এখন থেকে সপ্তাহে রবিবার ও বৃহস্পতিবার খুলনা-কলকাতা ট্রেন চলাচল করবে। একই সাথে ৪৫৬টি আসনের ট্রেনটিতে যাত্রী সংখ্যা বৃদ্ধিতে ভাড়া কমানো ও বেনাপোলসহ ভারতের আরও কয়েকটি স্টেশনে যাত্রী উঠানো-নামানোর প্রস্তাব করা হয়েছে। 

আজকের খুলনা
আজকের খুলনা