• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

যেসব লক্ষণে বুঝবেন লিভার সিরোসিস

আজকের খুলনা

প্রকাশিত: ১০ অক্টোবর ২০১৯  

অনেকের মুখে শোনা যায় লিভার সিরোসিসের কথা। এর রোগে প্রতি বছর অনেক মানুষ মারা যায়। লিভারে দীর্ঘমেয়াদি প্রদাহ হতে থাকলে একটি সময় পরে গুটি তৈরি হয়। গুটি তৈরি হওয়ার পরে একে আমরা লিভার সিরোসিস বলি।

তবে এই রোগ থেকে বাঁচার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন সচেতনতা। এছাড়া এই রোগ কেন হয় তা জানা সবচেয়ে বেশি প্রয়োজন। কারণ কোনো রোগের কারণ জানা থাকলে সে রোগ সম্পর্কে সচেতন থাকা যায়।

যেসব কারণে লিভার সিরোসিসের এ সমস্যা হয়।

১.হেপাটাইটিস বি-এর সংক্রমণ।

২.ফ্যাটি লিভার ডিজিস।

৩.হেপাটাইটিস সি ভাইরাস ইনফেকশন।

৪.জন্মগত কোনো অসুখের কারণে লিভার সিরোসিস হয়ে থাকে।

যেসব লক্ষণে বুঝবেন লিভার সিরোসিস

১. সাধারণত খাদ্যে অরুচি।

২. হঠাৎ ওজন কমে যাওয়া।

৩. বমি ভাব বা বমি, বমি বা মলের সঙ্গে রক্তপাত।

৪. শরীরে পানি আসা।

৫. পরে যকৃতের অকার্যকারিতার সঙ্গে কিডনির অকার্যকারিতা।

৬. রক্তবমি, রক্তে আমিষ ও লবণের অসামঞ্জস্য জটিলতা।

চিকিৎসা

হেপাটাইটিস বি থাকার কারণে যদি জন্ডিস হয়। যদি কারো ফ্যাটি লিভার ডিজিস থেকে থাকে। তাদের এই সমস্যা হতে পারে। এসব আলট্রাসনোগ্রাম জাতীয় পরীক্ষার মাধ্যমে ধরা পড়তে পারে।

যদি সঠিক নিয়মে অসুখগুলো পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসা নেয় তবে লিভার সিরোসিসকে প্রতিহত করা যেতে পারে।

আজকের খুলনা
আজকের খুলনা