• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

আজকের খুলনা

যেসব অবস্থায় সালাম দেওয়া উচিত নয়

আজকের খুলনা

প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০১৯  

১.       কাউকে নামাজরত অবস্থায়।

২.      কোরআন তিলাওয়াতকারীকে তিলাওয়াতরত অবস্থায়।

৩.      মুহাদ্দিসকে হাদিস পাঠদানরত অবস্থায়।

৪.      খতিবকে খুতবা দানকালে।

৫.      খুতবা শ্রবণকারীদের।

৬.     ফিকাহ শাস্ত্রীয় কিতাব পরস্পরে পর্যালোচনার সময়।

৭.      বিচার অনুষ্ঠান চলাকালে বিচারককে।

৮.      মুয়াজ্জিনকে আজানরত অবস্থায়।

৯.      ইকামতরত অবস্থায়।

১০.    পাঠদানরত অবস্থায় শিক্ষককে।

১১.     গায়রে মাহরাম যুবতি নারীকে।

১২.    শতরঞ্জ (একধরনের দাবা খেলা) খেলায় মশগুল ব্যক্তিকে।

১৩.    খেলায় রত যেকোনো ব্যক্তিকে।

১৪.    অমুসলিমকে।

১৫.    লজ্জাস্থান অনাবৃত অবস্থায় থাকা কোনো ব্যক্তিকে।

১৬.   প্রস্রাব-পায়খানারত কোনো ব্যক্তিকে। তবে কোনো ব্যক্তি যদি না জানার কারণে অন্য কাউকে ইস্তেঞ্জারত অবস্থায় সালাম জানায়, তাহলে ইস্তেঞ্জা থেকে অবসর হয়ে সালামের জবাব দিতে হবে।

১৭.    পানাহারে লিপ্ত ব্যক্তিকে।

(সূত্র : তিরমিজি ও আবু দাউদ শরিফ, তাফসিরে মাজহারি ও তাফসিরে জালালাইন, বেহেশতি জেওর)

আজকের খুলনা
আজকের খুলনা