• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

যেন কোনোভাবেই জনসমাগমের সুযোগ সৃষ্টি না হয় : আইজিপি

আজকের খুলনা

প্রকাশিত: ২ এপ্রিল ২০২০  

করোনাভাইরাস মোকাবেলায় পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করায় পুলিশের প্রতিটি সদস্যকে ধন্যবাদ জানিয়েছেন মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। তিনি পুলিশের প্রতিটি সদস্যকে নিজস্ব ও পারিবারিক সুরক্ষার ব্যাপারে সতর্ক থেকে একইভাবে কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান। নির্দেশনা দিয়ে বলেছেন, যেন কোনোভাবেই জনসমাগমের সুযোগ সৃষ্টি না হয়।

আজ বৃহস্পতিবার জ্যোষ্ঠ পুলিশ কর্মকর্তাদের কাছে পাঠানো এক বার্তায় তিনি এসব নির্দেশনা দিয়েছেন। পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেন। 

নির্দেশনায় আইজিপি বলেছেন, করোনার বিস্তাররোধে বাংলাদেশ পুলিশের প্রত্যেক সদস্য যেভাবে দেশ ও সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে, বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল হিসেবে তাতে আমি অত্যন্ত গর্বিত ও সম্মানিত বোধ করছি। বাংলাদেশ পুলিশের প্রত্যেক সদস্যকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। তবে জনগণকে সেবা প্রদানের পাশাপাশি নিজের, অধীনস্ত সদস্য, সহকর্মী এবং পরিবারের সর্বোচ্চ সুরক্ষার বিষয়টিও নিশ্চিত করতে হবে প্রত্যেককে। পাশাপাশি, সাধারণ মানুষকে বিশেষ পরিস্থিতিতে তাত্ক্ষণিক সেবা প্রদানের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক হতে হবে, যেন কোনোভাবেই জনসমাগমের সুযোগ সৃষ্টি না হয়। 

পুলিশের আইজিপি সরকার নির্দেশিত সোশ্যাল ডিসটেন্সিং এবং হোম কোয়ারেন্টিন বাস্তবায়নে পুলিশের কার্যক্রমের বর্তমান সফল ধারা অব্যাহত রাখতে সবাইকে অনুরোধও জানান। 

আজকের খুলনা
আজকের খুলনা