• মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

যে আমলে নারীর জন্য জান্নাতের ৮টি দরজাই খোলা

আজকের খুলনা

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০১৯  

হাদিসের বিখ্যাত গ্রন্থ বুখারি ও মুসলিমের দীর্ঘ একটি হাদিসে এসেছে, হজরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেন যে, একবার ঈদুল ফিতরের দিন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঈদগাহে গিয়ে উপস্থিত মহিলাদেরকে লক্ষ্য করে বললেন- ‘হে নারী সম্প্রদায়! দান খয়রাত কর; কেননা আমাকে জানানো হয়েছে যে, দোজখের অধিকাংশ অধিবাসি তোমাদের নারী সম্প্রদায়েরই হবে।’

অন্য হাদিসে প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘোষণা করেন, ‘যে নারী-

>> পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে;

>> রমজানের রোজা রাখবে;

>> স্বীয় গুপ্তস্থানের হেফাজত করবে ( পর্দা রক্ষা করে এবং ব্যভিচার থেকে বিরত থেকে);

>> স্বামীর আনুগত্য করবে।

এমন নারীদের জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেয়া হবে। যে দরজা দিয়ে ইচ্ছা সে জান্নাতে প্রবেশ করতে পারবে। (তিরমিজি ও তাবরানি)

অন্য এক হাদীসে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, ‘যে ব্যক্তি নিজের জবান ও লজ্জাস্থানকে হেফাজত করার দায়িত্ব নিবে, আমি তাকে জান্নাতে পৌঁছানোর দায়িত্ব নিবো’।

জবান হেফাজত করার অর্থ হলো, জবান দ্বারা কোনো গুনাহ না করা। মিথ্যা কথা না বলা। কারও গীবত-শেকায়েত না করা। কাউকে গালি-গালাজ না দেওয়া। কাউকে কটু কথা না বলা অর্থাৎ, সর্বাবস্থায় জবানকে হেফাজত করা।

আজকের খুলনা
আজকের খুলনা