• মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

যুক্তরাজ্য নির্বাচন : টিউলিপসহ বাংলাদেশি ৪ নারীর জয়

আজকের খুলনা

প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০১৯  

যুক্তরাজ্যে সাধারণ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি। এ পর্যন্ত ঘোষিত ৫৮৪ আসনের মধ্যে ৩১৮ টিতে জয় পেয়েছে বরিসের দল। ফলে, ম্যাজিক ফিগার থেকে মাত্র ৮টি আসন দূরে রয়েছে তারা।

লেবার পার্টি পেয়েছে ১৯৩টি আসন। হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসনে জয়ী হয়েছেন বঙ্গবন্ধুর নাতনী টিউলিপ সিদ্দিক। এছাড়া, ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাক্টন থেকে বাংলাদেশি বংশোদ্ভুত রুপা হক, বেথনাল গ্রিন অ্যান্ড বোতে রুশনারা আলী ও পপুলার অ্যান্ড লাইমহাউজ থেকে নির্বাচিত হয়েছেন আপসানা বেগম। 

সংবাদ মাধ্যম গার্ডিয়ান বলছে, ১৯৩৫ সালের পর সবচেয়ে খারাপ ফল পেতে চলছে লেবাররা। এরই মধ্যে দলের ব্যর্থতার দায়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন লেবার নেতা জেরেমি করবিন।

১৯৮৭ সালে মার্গারেট থ্যাচারের তৃতীয় মেয়াদে জয়ের পর, সবচেয়ে বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এবার জয় পেতে যাচ্ছে কনজারভেটিভ পার্টি।

আজকের খুলনা
আজকের খুলনা