• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

যাত্রীর বেশে বাসে ডাকাতি, সর্বস্ব লুট

আজকের খুলনা

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২০  

ঢাকা থেকে ছেড়ে আসা পিরোজপুরগামী গোল্ডেন লাইন নামের একটি যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (২৫ জানুয়ারি) ভোরে রাতে খুলনা-বাগেরহাট মহাসড়কের সিঅ্যান্ডবি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

গাড়ির চালক দীন ইসলাম বলেন, রাত ৯টার দিকে গাবতলী থেকে পিরোজপুরের উদ্দেশে গাড়িটি যাত্রা করে। যাত্রা পথে নবীনগর বাসস্ট্যান্ড থেকে ৬ জন যাত্রী বাসে ওঠে। রাত আড়াইটার দিকে বাগেরহাটের মোল্লাহাট সেতু পার হলে সুপারভাইজার ফকিরহাটে যাত্রী নামবে কিনা জানতে চাইলে দু’জন যাত্রী নামার জন্য সাড়া দেন। এরপর পরই দুই যাত্রী আমাকে মারধর শুরু করে এবং ছুরি দিয়ে আঘাত করে। তারা আমাকে সরিয়ে দিয়ে গাড়িটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে চালাচ্ছিলেন। এর মধ্যে অন্য চার-পাঁচজন যাত্রীদের ভয়ভীতি দেখিয়ে নগদ অর্থ, মুঠোফোন ও স্বর্ণালঙ্কার লুটে নেয়। রাত সোয়া তিনটার দিকে বাগেরহাট সদর উপজেলার সিঅ্যান্ডবি বাজার এলাকায় একটি ফাঁকা জায়গায় গাড়ি থামিয়ে তারা নেমে যায়।

বাসের যাত্রী শিল্পি আক্তার বলেন, যাত্রীবেশী ৬-৭ জন ডাকাত বাসের মধ্যে আমাদের ভয়ভীতি দেখিয়ে অর্থ লুটে নেয়। আমার সঙ্গে থাকা স্বর্ণালঙ্কার, মুঠোফোন এবং নগদ টাকা নিয়ে যায়। শুধু আমি নয় বাসের অনেক যাত্রীর কাছ থেকে ডাকাতরা নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী লুটে নেয়।

বাগেরহাটের পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় বলেন, বাসে ডাকাতির ঘটনায় ডাকাতদের শনাক্তসহ লুটে নেয়া মালামাল উদ্ধারে ইতোমধ্যে আমরা কাজ শুরু করেছি। বাগেরহাট মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।

আজকের খুলনা
আজকের খুলনা