• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

যাত্রীদের চাহিদায় ইউএস-বাংলার ফ্লাইট বৃদ্ধি

আজকের খুলনা

প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০১৯  

চলে এসেছে শীতের মৌসুম। ভ্রমণপ্রিয় মানুষের দেশের বিভিন্ন স্থানে ঘুরতে যাওয়ার প্রবণতাও বেড়ে গেছে অনেকগুন। তাই ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে যাত্রীদের চাপও বেড়ে গেছে।

তাই এই চাপ সামাল দিতে বেসরকারি বিমানসংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স, আগামী ১০ ডিসেম্বর থেকে কক্সবাজার রুটে দুটি ফ্লাইট বাড়িয়ে প্রতিদিন ছয়টি ফ্লাইট পরিচালনার সিদ্বান্ত নিয়েছে।

বর্তমানে ঢাকা-কক্সবাজার রুটে প্রতিদিন চারটি ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা।

আজ মঙ্গলবার ইউএস-বাংলা কর্তৃপক্ষ জানায়, যাত্রীদের চাহিদা পূরণ  করতে প্রতিদিন সকাল ৮টা, ৯ টা ৪০মিনিট, ১১টা, দুপুর ১২টা, ১২টা ৪৫ মিনিট ও ৩ টায় ঢাকা থেকে কক্সবাজার এবং কক্সবাজার থেকে ঢাকায় প্রতিদিন সকাল ৯ টা ৩০ মিনিট, ১১ টা ১০ মিনিট, দুপুর ১২ টা ৩০মিনিট, ১ টা ৩০ মিনিট, ২ টা ১৫ মিনিট ও বিকাল ৪ টা ৩০ মিনিটে ফ্লাইট চলাচল করবে।

বর্তমানে ইউএস-বাংলার বিমানবহরে মোট এগারোটি এয়ারক্রাফট রয়েছে, যার মধ্যে চারটি বোয়িং ৭৩৭-৮০০, চারটি এটিআর ৭২-৬০০ ও তিনটি ড্যাশ ৮-কিউ৪০০ এয়ারক্রাফট।

কক্সবাজার ছাড়াও বর্তমানে অভ্যন্তরীণ রুট ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, সৈয়দপুর, রাজশাহী, যশোর ও বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা।

এছাড়া ইউএস-বাংলা আন্তর্জাতিক রুট ঢাকা থেকে কলকাতা, চেন্নাই, ব্যাংকক, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, গুয়াংজু, মাস্কাট, দোহা এবং চট্টগ্রাম থেকে কলকাতা, চেন্নাই, দোহা ও মাস্কাট রুটে ফ্লাইট চলাচল করছে।

আজকের খুলনা
আজকের খুলনা