• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

যশোরে যাত্রীবাহী বাস খাদে, আহত ১৫

আজকের খুলনা

প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২০  

যশোরের অভয়নগরে সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে চালক-হেলপারসহ ১৫ জন যাত্রী আহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় উপজেলার প্রেমবাগ এলাকায় যশোর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হুসেইন খাঁন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সন্ধ্যা আনুমানিক ৬টার সময় খুলনাগামী সোহাগ পরিবহন (ঢাকা মেট্রো-ব ১৪- ৬৭০৬) উপজেলার প্রেমবাগ এলাকায় মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় চালক ও হেলপার সহ ১৫ জন যাত্রী আহত হন।

নওয়াপাড়া ফায়ার সার্ভিস ও নওয়াপাড়া হাইওয়ে থানা পুলিশ জানায়, বাস চালক যশোর শেখহাটী গ্রামের প্রিন্স (৪০), হেলপার একই গ্রামের জিসান (১৮), বাসযাত্রী খুলনা খালিশপুর থানার এসআই আবুল কাশেম (৫৫), খুলনা দৌলতপুরের সেনহাটী গ্রামের আমেনা বেগম (৩৫), ঢাকা নবী নগরের মিনা খাতুন (২৯), মাগুরা জেলার সজল (৩৫), যশোর নাভারণের সেকেন্দার (৬০), ফরিদপুর রাজ বাড়ির ফারুক রহমান (৩৫), ঢাকা মিরপুর-১ এর মিঠু (৩৫), যশোর নাভারণের রাসেল (২৪), ঝিনাইদহের মহিবুল স্বপন (২৮), বাগেরহাট জেলার লিনা আক্তারসহ অজ্ঞাত তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। পরে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ খুলনা ও যশোরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ জানায়, গুরুতর আহত ১০ জনকে খুলনা মেডিক্যাল কলেজ ও যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহত যাত্রীরা জানায়, সোহাগ পরিবহনের চেয়ার কোচটি বুধবার দুপুরে ঢাকা থেকে যাত্রী নিয়ে খুলনার উদ্দেশে যাত্রা শুরু করে।

আজকের খুলনা
আজকের খুলনা