• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

যশোরে জোড় ইজতেমায় ২০ জেলার মুসল্লিরা

আজকের খুলনা

প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০১৯  

যশোরে শুরু হয়েছে তিনদিনের জোড় ইজতেমা। আজ বৃহস্পতিবার ফজরের নামাজের পর আম বয়ানের মধ্যে দিয়ে শুরু হওয়া এ ইজতেমা চলবে শনিবার পর্যন্ত। এতে অংশ নিয়েছেন খুলনা বিভাগের ১০ জেলাসহ মোট ২০ জেলার মুসল্লি।

ইজতেমা আয়োজক কমিটি জানিয়েছে, ইজতেমার জন্য প্রায় ৭ লাখ বর্গফুট জায়গা ত্রিপল ও চট দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। বুধবার সন্ধ্যা থেকে খুলনা বিভাগের ১০ জেলা এবং ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর, শরিয়তপুর, রাজশাহী, চাপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর ও পাবনা জেলা থেকে তাবলিগের মুরুব্বিরা তিন চিল্লা সম্পন্নারী মুসুল্লিরা ইজতেমায় আসতে শুরু করেন। 

ফজরের নামাজের পর তাবলিগ জামায়াতের ভারতীয় মুরুব্বি মাওলানা সানওয়ারের আম বয়ানের মাধ্যমে ইজতেমার কার্যক্রম শুরু হয়। ইজতেমায় সকল আয়োজন এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন মুসল্লিরা। শনিবার বেলা ১১টায় আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে এই জোড় ইজতেমা শেষ হবে।

আজকের খুলনা
আজকের খুলনা