• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

যশোরে চিকিৎসকসহ আরও ১০ করোনা রোগী শনাক্ত

আজকের খুলনা

প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২০  

যশোরে ২৪ ঘণ্টায় এক চিকিৎসকসহ আরও ১০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৪৪ জনে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে জেলা সিভিল সার্জন শেখ আবু শাহীন এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) করোনাভাইরাস পরীক্ষায় যশোরের ৪৭ জনের নমুনা পরীক্ষা করে ১০ জন রোগী শনাক্ত করা হয়েছে। আক্রান্তদের মধ্যে রয়েছে যশোরের চৌগাছা উপজেলায় ৪ জন, সদর উপজেলায় ১ জন, বাঘারপাড়া উপজেলায় ১ জন, কেশবপুরে এক চিকিৎসকসহ ৪ জন রোগী শনাক্ত হয়েছে।

জেলা সিভিল সার্জন শেখ আবু শাহীন বলেন, আক্রান্ত রোগীদের নিজ বাড়িতেই চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, করোনা রোগীদের বাড়ি লকডাউন করা হয়েছে। রোগীদের সাথে সংস্পর্শে আসা ব্যক্তিদের নমুনা সংগ্রহ করা হবে।

আজকের খুলনা
আজকের খুলনা