• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

যশোর কারাগার থেকে ‘মুক্তি’ পাচ্ছেন ১২০ কয়েদি

আজকের খুলনা

প্রকাশিত: ৯ এপ্রিল ২০২০  

সরকার ঘোষিত বিশেষ ক্ষমার আওতায় যশোর কেন্দ্রীয় কারাগার থেকে ১২০ জন কয়েদি ও হাজতি মুক্তি পেতে যাচ্ছেন।

যশোর কেন্দ্রীয় কারাগার থেকে ইতোমধ্যে ওই ১২০ জনের নাম পরিচয় এবং সাজা ভোগের বিস্তারিত তথ্য ঢাকাস্থ হেডকোয়ার্টারে পাঠানো হয়েছে। এর মধ্যে যাদের সাজার মেয়াদ কম, শারীরিক অক্ষমতা, লঘুদণ্ডে দণ্ডিত এবং চলমান মামলায় জামিন যোগ্য এমন ব্যক্তিদের মুক্তির এই ক্যাটাগরির মধ্যে রাখা হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে এ বিষয়টি  নিশ্চিত করেছেন যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার তুহিন কান্তি খান।

যশোর কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা গেছে, করোনাভাইরাস রোধে সামাজিক দূরত্ব বৃদ্ধির জন্য চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন। কিন্তু দেশের কারাগারগুলোয় ধারণ ক্ষমতার অধিক কয়েদি এবং হাজতি রয়েছে। এ কারণে সেখানে সামাজিক দূরত্ব বজায় রাখা কঠিন। তাই সরকারের নির্দেশনায় যশোর কারাগারে সামাজিক দূরত্ব বজায় রাখতে কিছু বন্দীদের মুক্তির ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এরই পরিপ্রেক্ষিতে যশোর কেন্দ্রীয় কারাগার থেকে ৩টি ক্যাটাগরিতে তালিকা প্রস্তুত করা হয়েছে। ৩টি ক্যাটাগরিতে ১২০ জন কয়েদি ও হাজতিকে এই মুক্তির আওতায় আনা হয়েছে।

এ বিষয়ে যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার তুহিন কান্তি খান বলেন, ‘মুক্তির ব্যাপারে কোনো আদেশ বা অফিসিয়াল প্রজ্ঞাপন আমরা পাইনি। তবে এই কারাগারের কয়েকটি ক্যাটাগরিতে ১২০ জন কয়েদি ও হাজতির একটা তালিকা করা হয়েছে। তবে এ তালিকায় হত্যা, ধর্ষণ এবং অ্যাসিড নিক্ষেপ মামলার আসামি নেই।’

আজকের খুলনা
আজকের খুলনা