• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

মোরেলগঞ্জে বেড়িবাঁধ কেটে পানি অপসারণের চেষ্টা

আজকের খুলনা

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০১৯  

বাগেরহাটের মোরেলগঞ্জে ওয়াবদার নির্মাণাধীন বেড়িবাধ কেটে দূষিত পানি অপসারণের চেষ্টা করছেন এলাকার মানুষ। আজ সোমবার সকাল ৮টা থেকে ৩৫/১ পোল্ডারের ২.৫ কিলামিটারের মাথায় ফাঁসিয়াতলা এলাকায় এ কাজ শুরু করেন স্থানীয়রা। ঘূর্ণিঝড় বুলবুলের জলোচ্ছ্বাসে নদীর তীরবর্তী আমতলী, পূর্ব বরিশাল, মধ্য বরিশাল ও ফাঁসিয়াতলা গ্রামের প্রায় ১২ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়ে। স্লুইসগেট না থাকায় খালের পানি পচে গেছে।

স্থানীয়দের অভিযোগ, ১৯৬২ সাল থেকে এই পয়েন্টে ৩টি স্লুইস গেট ছিল। ১৯৯৮ সালে বেড়িবাধ তৈরির সময় এখানে একটি গেট রাখা হয়। বর্তমানে চলমান বেড়িবাধ নির্মাণের ডিজাইনে কোন স্লুইস গেট রাখা হয়নি। ফলে জলোচ্ছ্বাসে ঢুকে পড়া পানি এখন স্বাভাবিক জীবনযাপন ব্যাহত করছে। ভুক্তভোগী এলাকার শতশত লোক আজ ফাঁসিয়াতলা খালের পানি নদীতে অপসারণের জন্য নির্মাণাধীন বাধের কাজ বন্ধ থাকা নিচু এলাকা থেকে কাটতে শুরু করেছেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, জলাবদ্ধতার বিষয়ে কেউ জানায়নি। তবে আজ এসিল্যান্ডকে পাঠিয়ে ব্যবস্থা নেওয়া হবে। 

এ সম্পর্কে পানিউন্নয়ন বোর্ড খুলনার নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল আলম বলেন, অনুমোদিত ডিজাইন অনুসারে বেড়িবাধের কাজ চলছে। জলাবদ্ধতার বিষয়ে কেউ জানায়নি। সরেজমিনে দেখে জনভোগান্তি লাঘবে, যা করা দরকার তাই করা হবে।

আজকের খুলনা
আজকের খুলনা