• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

মোদির বাবার জন্মসনদ দেখতে চান অনুরাগ কাশ্যপ

আজকের খুলনা

প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২০  

তীব্র প্রতিবাদ ও অব্যাহত বিক্ষোভের মুখেও ভারতে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) ১০ জানুয়ারি থেকে কার্যকর করা হয়েছে। গত বছরের ১১ ডিসেম্বর সংসদে পাশ হওয়ার পর থেকে আইনটি নিয়ে সরব ভারতের চলচ্চিত্র নির্মাতা অনুরাগ কাশ্যপ। কার্যকর করার পর এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ব্যক্তিগত আক্রমণ করে বক্তব্য দিয়েছেন এ নির্মাতা। দ্য হিন্দু এ খবর প্রকাশ করেছে। 

নাগরিকত্ব সংশোধনী আইনের কারণে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের অমুসলিম শরণার্থীরা ভারতীয় নাগরিকত্ব লাভে অগ্রাধিকার পাবেন। টুইটারে এর প্রতিবাদ জানিয়ে অনুরাগ লিখেছেন, তিনি নরেন্দ্র মোদি যে শিক্ষিত তার প্রমাণ চান এবং নরেন্দ্র মোদি যে 'সমগ্র রাজনীতিবিজ্ঞানে' ডিগ্রি নিয়েছেন তাও দেখতে চান।

অনুরাগ আরও লিখেছেন, তিনি মোদির, তার বাবার এবং পুরো পরিবারের জন্মসনদ দেখতে চান। তার পরই মোদির উচিত ভারতীয়দের কাগজ দেখা। 

আজকের খুলনা
আজকের খুলনা