• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুইজ‌নের কারাদণ্ড

আজকের খুলনা

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০১৯  

বরিশালে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরা‌ধে দুইজ‌নকে কারাদণ্ড দি‌য়ে‌ছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৯ সেপ্টেম্বর) দিনগত রাত পৌনে ১০টার দিকে জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের নির্দেশনায় নগরের লঞ্চঘাট এলাকার শিরিন মেডিক্যাল হলে অভিযান চালায় জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদাল‌তের ওই অ‌ভিযা‌নে র‌্যাব-৮ এর সহযোগিতায় আ‌রও উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা আহমেদ।

অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুদ রাখার দায়ে ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইন ২০০৯ এর ৪১ ধারা মোতাবেক দুইজনকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন-শিরিন মেডিক্যালের স্বত্বাধিকারী শিরিন খানম এবং তার সহযোগী দেবাশীষ চক্রবর্তী।

বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ তিনি বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আজকের খুলনা
আজকের খুলনা