• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

মেডিক্যাল ভিসার কথা বলে সৌদি পাঠানো হয় সুমিকে

আজকের খুলনা

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০১৯  

নার্স ভিসার কথা বলে সুমিকে সৌদি আরবে পাঠানো হয় বলে জানিয়েছেন তার স্বামী নূরুল ইসলাম। তিনি বলেন, দালাল আক্তার মেডিক্যাল ভিসায় সুমিকে পাঠানোর প্রলোভন দেখিয়ে সৌদি পাঠায়। পরে সুমি গিয়ে দেখেন সেখানে গৃহকর্মীর কাজ।

আজ শুক্রবার (১৫ নভেম্বর) সকাল ৮টায় সুমির অপেক্ষায় থাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে অঅলাপকালে তিনি একথা জানান। এয়ার এরাবিয়ার জি৯-৫১৭ নম্বর ফ্লাইটে দেশে পৌঁছানোর কথা রয়েছে সেই নারী গৃহকর্মী সুমি। একই সঙ্গে সৌদি থেকে দেশে ফেরার কথা রয়েছে  নির্যাতিত আরও ৯১ নারী গৃহকর্মীর। নূরুল ইসলাম বলেন, ১ লাখ ২০ হাজার টাকায় পল্টনের আকতার মিয়ার মাধ্যমে তিন মাস আগে সৌদি যান সুমি। যাওয়ার পর থেকেই নির্যাতন শুরু করে কফিল। 

সুমির স্বামী নূরুল ইসলাম বলেন, সুমি দেশে ফেরায় খুব আনন্দ লাগছে, তেমনি কষ্টও লাগছে। কারণ ভাগ্য বদলের আশায় সৌদি গিয়েছিল সুমি, এখন খালি হাতে ফিরছে। সবকিছুর পর সুমি দেশে ফেরায় সরকারকে ধন্যবাদ জানান। 

আজকের খুলনা
আজকের খুলনা