• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

মুজিববর্ষের মধ্যেই বিদ্যুতায়ণ হলো পটুয়াখালীর ১৪ গ্রাম

আজকের খুলনা

প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০২০  

মুজিববর্ষের মধ্যেই পটুয়াখালীর বাউফলকে শতভাগ বিদ্যুতায়ণ করার লক্ষ্যে বাউফলে  ৪ কোটি ৭০ লাখ ৯১ হাজার টাকা ব্যয়ে ৩০.৫৭ কিলোমিটার নতুন বিদ্যুৎ লাইনের মাধ্যমে ১৪ গ্রামকে আলোকিত করা হলো। এর আওতায় ১ হাজার ৪০৪ জন গ্রাহক বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে।

বাউফল উপজেলা পরিষদ মিলানায়তনে বাউফল পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার একেএম আজাদের সভাপতিত্বে আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয় এমপি সাবেক চীফ হুইপ বর্তমান জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি আ.স.ম. ফিরোজ প্রধান অতিথি হিসেব উপস্থিত থেকে ১৪ গ্রামকে আলোকিত কার্যক্রমের উদ্বোধন করেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মোতালেব হাওলাদার, উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মোসারেফ হোসেন খান, বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার মোস্তাফিজুর রহমান, জেলা পরিষদ সদস্য হারুন অর রশিদ ও বাউফল পৌর আওয়ামী লীগের সভাপতি ইব্রাহিম ফারুক।

অনুষ্ঠানের সভাপতি ডিজিএম একেএম আজাদ জানান, বাউফলে ইতিমধ্যে শতকরা ৯৭ ভাগ পরিবার বিদ্যুতের আওতায় এসেছে। আগামী মার্চ মাসের মধ্যে বাউফল উপজেলাকে শতভাগ বিদ্যুতায়ণ করার লক্ষে কাজ করা হচ্ছে।

প্রধান অতিথি আ.স.ম. ফিরোজ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ ঘোষণা করার সময় দেশের প্রত্যেক পরিবারকে বিদ্যুৎ সুবিধার আওতায় আনার কথা দিয়েছিলেন। এরই ধারাবাহিকতায় বাউফলে দ্রুতগতিতে বিদ্যুতায়ণের কাজ এগিয়ে চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথায় নয়, কাজে বিশ্বাসী।

প্রধান অতিথি বিএনপির উদ্দেশ্যে বলেন, তাদের আমলে দেশের মানুষ উন্নয়ন কি ছিল তা জানতেন না। শুধু লুট পাটই ছিল তাদের রাজনীতির মূল কাজ। তারা দেশের মানুষের কথা না ভেবে লুটপাট করে বিদেশে পাচার করতো। কিন্তু আজ আওয়ামী লীগের আমলে দেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করছে।

আজকের খুলনা
আজকের খুলনা