• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

মুজিববর্ষ নিয়ে অতি উৎসাহী না হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

আজকের খুলনা

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২০  

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে কাউকে অতি উৎসাহী না হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে সংসদ ভবনের ৯ম তলায় সরকারি দলের সভা কক্ষে আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় এই নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

সভাশেষে কয়েকজন সংসদ সদস্যের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা যায়। সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপিদের উদ্দেশে বলেন, ‘মুজিবর্ষ উপলক্ষে বিশেষ অধিবেশন বসবে। সেখানে যারা যারা বক্তব্য রাখবেন আগে থেকেই প্রস্তুতি নিয়ে স্পিকারকে অবহিত করতে হবে। আগামী ১৯ মার্চ সংসদ চত্বরে শিশুমেলা অনুষ্ঠিত হবে।’ সেই মেলায় সকল সংসদ সদস্যদের উপস্থিত হওয়ার নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী।

মুজিববর্ষ উদযাপন নিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির অর্থ দিয়ে যেন কোনো ম্যুরাল তৈরি করা না হয়। কেউ যেন অতি উৎসাহী হয়ে যত্রতত্র বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণ না করে।’

তিনি বলেন, ‘১৯৭৫ এর পরবর্তী সময়ে বঙ্গবন্ধু হত্যার পর কী পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেটা আমরা দেখেছি। কাজেই বিষয়টি মাথায় রেখেই কাজ করতে হবে। মুজিববর্ষে আমাদের লক্ষ্য হবে গৃহহীনদের গৃহ দেয়া।’

মুজিববর্ষ উপলক্ষে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ভুটানের রাজা জিগমে খেসর নামগিয়েল ওয়াংচুককে আমন্ত্রণ জানানো হয়েছে। মুজিববর্ষ উপলক্ষে আমরা স্মারক ডাক টিকিট প্রকাশ করব। এটি যাতে পৃথিবীর সকল দেশের সংসদের স্পিকারের নিকট শুভেচ্ছা স্মারক হিসেবে পৌঁছানো হয় সে ব্যবস্থা করতে হবে।’

সভায় আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্যদের মধ্যে বক্তব্য দেন- সাবেক মন্ত্রী মতিয়া চৌধুরী, তথ্যমন্ত্রী মোহাম্মদ হাছান মাহমুদ, সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ, এ কে এম শামীম ওসমান, গাজী শাহনেওয়াজ, মাজহারুল হক প্রধান, মৃণাল কান্তি দাস প্রমুখ।

আজকের খুলনা
আজকের খুলনা