• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

মিশিগানে উৎসবমুখর পরিবেশে ‘বাংলাদেশ কমিউনিটি কাপ’

আজকের খুলনা

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২০  

যুক্তরাষ্ট্রের মিশিগানে বাংলাদেশ কমিউনিটি ক্রিকেট কাপ ২০২০ এ চ্যাম্পিয়ন হয়েছে ডেট্রয়েট সুপারস্টারস। এ নিয়ে টানা চারবার এই টুর্নামেন্টের শিরোপা জিতেছে দলটি।

বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন অব মিশিগান ইউএস টুর্নামেন্টের আয়োজন করেছে। ডেট্রয়েট পার্ক স্টেডিয়ামে রোববার উৎসবমুখর পরিবেশে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।

টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে গ্লোবাল ইনোভেটিব গ্রুপ ২০ ওভারে ৫ উইকেটে ১৪৯ রান সংগ্রহ করে। জবাবে ডেট্রয়েট সুপারস্টারস ৩ বল বাকি থাকতেই ৭ উইকেটে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।

টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান হন সুপারস্টারস এর ওয়াহিদুর রহমান। ম্যান অব দ্য টুনার্মেন্ট হন গ্লোবাল ইনোভেটিব গ্রুপের তামিম অনি এবং সেরা উইকেটের গৌরব অর্জন করেন রয়েল বেঙ্গল দলের খেলোয়াড় জুবেল আহমেদ।

অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট তায়েফুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন- মোশাররফ চৌধুরী লিটু, সাইফুল আমিন ও সায়েল হুদা।

পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দল পেয়েছে নগদ ২ হাজার ডলারসহ ট্রফি। রানার্সআপ দলকে দেয়া হয়েছে নগদ ১ হাজার ডলারসহ ট্রফি।

টুর্নামেন্টের স্পন্সর করেছে মিশিগানস্থ বাংলাদেশি বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও সংস্থা। নিলাম প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশি ও আমেরিকান ক্রিকেটারদের সমন্বয়নে দল গঠন করা হয়ে থাকে বলে জানান অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সাইদ আহমেদ।

এবারের টুর্নামেন্টে নাঈম চৌধুরীর ওয়ালী এন্টারপ্রাইজ, ইফতেখাার আহমেদ চৌধুরীর ডেট্রয়েট সুপারস্টারস, জগলুল হুদার গ্লোবাল ইনোভেটিব গ্রুপ, হাসান খানের রয়েল বেঙ্গল ও রুম্মান আহমেদ স্বাগতর সিলেট স্টাইর্কাসসহ পাঁচটি দল অংশ নিয়েছে। মিডিয়া পার্টনার ছিল মিশিগান থেকে প্রকাশিত পত্রিকা বাংলা সংবাদ ও টিভি সেভেন বাংলা।

আজকের খুলনা
আজকের খুলনা