• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

মিশরে কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের ফজলে রাব্বি

আজকের খুলনা

প্রকাশিত: ২০ আগস্ট ২০১৯  

ঐতিহ্যের দেশ মিশর আসন্ন হিজরি নববর্ষ উপলক্ষে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতার আয়োজন করেছে। এতে অংশগ্রহণের জন্য বাংলাদেশ থেকে একমাত্র প্রতিনিধি নির্বাচিত হয়েছে, রাজধানীর মারকাযু ফয়জিল কোরআন আল-ইসলামী, মিরপুর-১ এর শিক্ষার্থী হাফেজ ফজলে রাব্বি। 

রাব্বি এ প্রতিষ্ঠানে হিফয সম্পন্ন করে ইবতেদায়ি স্তরে শিক্ষাধীন রয়েছে।

এর আগে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত গত জুলাইয়ের ৩০ তারিখে বাছাইপর্ব অনুষ্ঠিত হয়। এতে দেশের শীর্ষস্থানীয় হিফজ প্রতিষ্ঠানগুলোর প্রতিযোগিদের পেছনে ফেলে প্রথম স্থান অধিকার করে হাফেজ ফজলে রাব্বি। 

‘মারকাযু ফয়জিল কোরআন আল-ইসলামী, মিরপুর-১, ঢাকা’র শিক্ষার্থীরা ইতিপূর্বে দুবাই, কাতার ও তুরস্কেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছে।

মারকাযু ফয়জিল কোরআন’র পরিচালক ও গুলশান সোসাইটি জামে মসজিদের খতিব মুফতি মুর্তাজা হাসান ফয়জী মাসুম ফজলে রাব্বির সাফল্যের জন্য দেশ-বিদেশের সবার কাছে দোয়া চেয়েছেন। তিনি কামনা করছেন, মহান আল্লাহ যেন ফজলে রাব্বিকে মিশরে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় ১ম স্থান অর্জনের তাওফিকের পাশাপাশি পৃথিবীর সেরা আলেম-দাঈ হিসেবে কবুল করেন এবং শিক্ষকদের নিরলস মেহনতের উত্তম প্রতিদান দান করেন।

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে কর্তৃপক্ষ বিপুল পরিমাণ আর্থিক পুরস্কার দেবেন প্রতিযোগী ও বিজয়ীদের। প্রতিযোগিতায় উত্তীর্ণদের মাঝে যেভাবে পুরস্কার বিতরণ করা হবে তার সংক্ষিপ্ত বিবরণ-

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার মোট পুরস্কার দেয়া হবে ১০ লাখ ২০ হাজার পাউন্ড

প্রথম বিভাগ: তাফসির ও মাফাহিমসহ সম্পূর্ণ কোরআন হেফজ
> প্রথম স্থান অধিকারী পাবে ১ লাখ ৮০ হাজার পাউন্ড।
> দ্বিতীয় স্থান অধিকারী পাবে ১ লাখ ২০ হাজার পাউন্ড।
> তৃতীয় স্থান অধিকারী পাবে ৯০ হাজার পাউন্ড।

দ্বিতীয় বিভাগ: সম্পূর্ণ কোরআন হেফজ (সুললিত কণ্ঠে তেলাওয়াত)
> প্রথম স্থান অধিকারী পাবে ১ লাখ ৫০ হাজার পাউন্ড।
> দ্বিতীয় স্থান অধিকারী পাবে ১ লাখ ২০ হাজার পাউন্ড।
> তৃতীয় স্থান অধিকারী পাবে ৯০ হাজার পাউন্ড।

তৃতীয় বিভাগ: সম্পূর্ণ কোরআন হেফজ (যুবকদের জন্য)
>প্রথম স্থান অধিকারী পাবে ১ লাখ ২০ হাজার পাউন্ড।
> দ্বিতীয় স্থান অধিকারী পাবে ৮০ হাজার পাউন্ড।
> তৃতীয় স্থান অধিকারী পাবে ৭০ হাজার পাউন্ড।

জাতীয় কোরআন প্রতিযোগিতার পুরস্কার  ১ লাখ ৪৬ হাজার পাউন্ড

প্রথম বিভাগ: সম্পূর্ণ কোরআন হেফজ
> ১ম-১০ম স্থান অধিকারী প্রত্যেকে পাবে ৩ হাজার পাউন্ড।
> ১১তম-৩০তম স্থান অধিকারী পাবে ২ হাজার পাউন্ড।
> ৩১তম-৪০তম স্থান অধিকারী পাবে দেড় হাজার পাউন্ড।

দ্বিতীয় বিভাগ: সাড়ে ২২ পারা হেফজ
> ১ম-১০ম স্থান অধিকারী পাবে ২ হাজার পাউন্ড।
> ১১ থেকে ২০তম স্থান অধিকারী পাবে দেড় হাজার পাউন্ড।

তৃতীয় বিভাগ: ১৫ পারা হেফজ
> ১ম-১৫তম স্থান অধিকারী পাবে দেড় হাজার পাউন্ড।

চতুর্থ বিভাগ: সাড়ে ৭ পারা হেফজ
> ১ম-১৫তম স্থান অধিকারী পাবে দেড় হাজার পাউন্ড।

প্রতিবন্ধীদের জন্য কোরআন প্রতিযোগিতা পুরস্কার: ৬৫,৫০০ পাউন্ড

প্রথম বিভাগ: অর্থসহ সম্পূর্ণ কোরআন হেফজ
> ১ম স্থান অধিকারী পাবে ৪ হাজার পাউন্ড।
> ২য়-৮ম স্থান অধিকারী পাবে ৩ হাজার পাউন্ড।
> ৯ম-১৪তম স্থান অধিকারী পাবে আড়াই হাজার পাউন্ড।
> ১৫তম-১৮তম স্থান অধিকারী পাবে ২ হাজার পাউন্ড।
> ১৯তম-২২তম স্থান অধিকারী পাবে দেড় হাজার পাউন্ড।

দ্বিতীয় বিভাগ: ১৫ পারা কোরআন হেফজ
> ১ম স্থান অধিকারী পাবে ২ হাজার পাউন্ড।

তৃতীয় বিভাগ: তিন পারা কোরআন হেফজ (২৮, ২৯ এবং ৩০ পারা)
> ১ম-৩য় স্থান অধিকারী পাবে দেড় হাজার পাউন্ড।
> ৪র্থ-৮ম স্থান অধিকারী পাবে ১ হাজার পাউন্ড।

আজকের খুলনা
আজকের খুলনা