• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

মির্জাপুরে করোনা রোগী শনাক্ত, ৩৫ বাড়ি লকডাউন

আজকের খুলনা

প্রকাশিত: ৮ এপ্রিল ২০২০  

টাঙ্গাইলের মির্জাপুরে করোনাভাইরাস আক্রান্ত একজন রোগী শনাক্ত হয়েছেন। মঙ্গলবার রাতে ওই রোগীকে ঢাকায় পাঠানো হয়েছে। বুধবার সকালে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম বিষয়টি নিশ্চিত করেছেন। 

সূত্র জানিয়েছে, ওই রোগী নারায়ণগঞ্জের একটি ক্লিনিকে চাকরি করেন। গত রোববার তিনি নারায়ণগঞ্জ থেকে মির্জাপুরের ভাওড়া গ্রামের বৈরাগী পাড়ায় নিজ বাড়িতে আসেন। তার শরীরে করোনার উপসর্গ দেখা দিলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় থেকে নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। পরে মঙ্গলবার রাতে তার করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত হয় প্রশাসন। রাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে চিকিৎসক দল তাকে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেন।

ইউএনও মো. আবদুল মালেক জানান, রাতে অ্যাম্বুলেন্সযোগে তাকে ঢাকায় পাঠানো হয়েছে। একই সঙ্গে তার বাড়িসহ আশপাশের ৩৫টি বাড়ি লকডাউন করে দেওয়া হয়েছে।

আজকের খুলনা
আজকের খুলনা