• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

মিরপুরে মহানগর উত্তর ছাত্রলীগের ত্রাণ বিতরণ

আজকের খুলনা

প্রকাশিত: ৩ এপ্রিল ২০২০  

রাজধানীর মিরপুরের ৬০ ফিটে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ।

বৃহস্পতিবার (০২ মার্চ) মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি ওয়ালীদ ইবনে সিদ্দিকীর উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে চাল, ডাল, তেল, লবণ, আলু, পিয়াজ ও সাবানসহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এ সময়ে ওয়ালীদ ইবনে সিদ্দিকী বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার মানুষজনকে বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে নিষেধ করেছে। তাই  অসহায় ও হতদরিদ্র মানুষজন খাদ্য সংকটে দিন কাটাচ্ছে। তাদের কষ্ট কিছুটা লাঘবের জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। দেশরত্ন শেখ হাসিনা বলেছেন ‘সততাই শক্তি, মানবতাই মুক্তি’। তাই জাতির এমন ক্রান্তিলগ্নে মানবতার উপস্থিতি সকল নেতা কর্মীদের মাঝে থাকা উচিত বলে মনে করেন তিনি।

ছাত্রলীগের প্রতিটি কর্মী দেশের দুর্যোগকালীন মুহূর্তে প্রতিবারের ন্যায় এবারও এগিয়ে এসেছে, ভবিষ্যতেও থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন মিরপুর থানার সাধারণ সম্পাদক আব্দুর রহমান রবিন, যুব নেতা আরেফিন মিশন ও যুবলীগের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা।

আজকের খুলনা
আজকের খুলনা