• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

মালিতে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর সাফল্য

আজকের খুলনা

প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২১  

ওঊউ বিস্ফোরণে বাংলাদেশী শান্তিরক্ষীদের একটি এলএভি (সাজোয়া বহর) আংশিক ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলে ৩ জন বাংলাদেশী শান্তিরক্ষী আহত হন। আহত শান্তিরক্ষীরা হলেনÑ নং ৪০৪২৪৩৫ ল্যান্স করপোরাল আলীমুজ্জমান (৪-ই বেঙ্গল), নং ৪৫১৪৩৫৫ সৈনিক মো: মোস্তাফিজুর রহমান (৩৪ বীর) এবং নং ৪৫১০৪০৪ সৈনিক সাইদুল আলম (৩৪ বীর)।

বাংলাদেশী দুঃসাহসী শান্তিরক্ষীরা পাল্টা আক্রমণ করে সন্ত্রাসীদের প্রতিহত করে এবং পালিয়ে যেতে বাধ্য করে। এ ঘটনায় আহত শান্তিরক্ষীদের হেলিকপ্টারে মপতি এলাকার ইউএন-এর লেভেল-২ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পরবর্তীতে আহত ৩ জনকে উন্নত চিকিৎসা নিশ্চিতকরণের জন্য সেনেগালের ডাকার শহরে অবস্থিত ইউএন এর লেভেল-৩ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তারা নিবিড় পর্যবেক্ষণে আছেন।

বাংলাদেশী শান্তিরক্ষীদের এই বীরত্বপূর্ণ ও দুঃসাহসিক অভিযান মিশন সদর দফতরসহ সর্বমহলে ভূয়সী প্রশংসা অর্জন করেছে। মালিতে অবস্থিত বাংলাদেশের অন্য শান্তিরক্ষীরা নিরাপদে আছেন। আইএসপিআর

আজকের খুলনা
আজকের খুলনা