• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

মালদ্বীপকেও হারাতে পারল না বাংলাদেশ !

আজকের খুলনা

প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০১৯  

ভুটানের কাছে ২০১৬ সালে একবার হেরেছিল বাংলাদেশ দল। এরপর কোন ধরণের ফুটবলে আর ভুটানে পা হড়কায়নি লাল-সবুজের প্রতিনিধিরা। কিন্তু সোমবার এসএ গেমসের ম্যাচে ১-০ গোলে হেরে যায় বাংলাদেশ। দলটা অনূর্ধ্ব-২৩ হলেও জাতীয় দলের ছায়াদল ছিল। মঙ্গলবার মালদ্বীপের বিপক্ষে তাই ঘুরে দাঁড়াতে হতো বাংলাদেশের। কিন্তু নেপালের প্রচণ্ড ঠান্ডায় জবুথবু বাংলাদেশ কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে মালদ্বীপের বিপক্ষে ১-১ গোলে সমতা করেছে।

ম্যাচের ২৯ মিনিটে মালদ্বীপের আত্মঘাতি গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ওই গোলের লিড নিয়েই শেষ করে প্রথমার্ধ। এরপর দ্বিতীয়ার্ধের ৭০ মিনিটে গোল করে সমতায় ফেরে মালদ্বীপ। পরে আর চেষ্টা করেও গোল করতে পারেনি কোন দল। মালদ্বীপ এর আগে প্রথম ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হয়ে গোল শূন্য সমতা নিয়ে মাঠ ছাড়ে। বাংলাদেশকে তাই রুখে দিয়ে পয়েন্ট টেবিলে নেপাল-ভুটানের মতো এগিয়ে গেল তারাও।

ভারত না থাকায় এসএ গেমসের ফুটবল পাঁচ দলের লড়াইয়ে পরিণত হয়েছে। স্বাগতিক নেপালের সঙ্গে তাই স্বর্ণ জেতার সুযোগ বেড়ে যায় বাংলাদেশের। কিন্তু প্রথম দুই ম্যাচে জয় না পাওয়ায় বাংলাদেশ পাঁচ দলের মধ্যে পয়েন্ট টেবিলে পাঁচে অবস্থান করছে। এক ম্যাচ খেলে ভুটানকে ৪-০ গোলে হারানো নেপাল আছে টেবিলে শীর্ষে। বাংলাদেশকে হারানো ভুটান দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে দুইয়ে আছে। মালদ্বীপ দুই ড্রতে দুই পয়েন্ট পেয়েছে। শ্রীলংকা এবং বাংলাদেশ এক পয়েন্ট করে পেলেও গোল ব্যবধানে পিছিয়ে আছে বাংলাদেশ।

বাংলাদেশ আগামী বৃহস্পতিবার গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হবে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ খেলবে স্বাগতিক নেপালের বিপক্ষে। প্রথম দুই ম্যাচে এক হার এবং সমতা নিয়ে মাঠ ছাড়া বাংলাদেশের জন্য পরবর্তী ধাপে যাওয়া এখন তাই কঠিন হয়ে গেছে।

আজকের খুলনা
আজকের খুলনা