• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

মামলা প্রত্যাহারে চাপ প্রয়োগ, থানায় জিডি

আজকের খুলনা

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২০  

পাইকগাছায় চল্লিশোর্ধ বিধবা আলেয়া হত্যা মামলার আসামী কর্তৃক বাদী ও সাক্ষীকে মামলা প্রত্যাহারের জন্য চাপ প্রয়োগের অভিযোগে শনিবার পাইকগাছা থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে (সাধারণ ডায়েরী নং- ১০৭১, তাং- ২৫/০১/২০)।

সাধারণ ডায়েরী সূত্রে জানা যায়, গত ১৯ জানুয়ারি রাতের কোন এক সময় রাড়ুলী ইউনিয়নের কলমিবুনিয়া গ্রামের মৃত শাহাজানের স্ত্রী আলেয়া বেগম (৪৬) কে হত্যা করা হয়। এ অভিযোগে নিহতের ছেলে আলমগীর গাজী বাদী হয়ে পাইকগাছা থানায় ৩জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা কওে (য়ার মামলা নং ২০)। মামলার আসামীরা হলেন, শ্রীকন্ঠপুর গ্রামের মৃত মেহের বিশ্বাসের ছেলে আরশাদ আলী বিশ্বাস, হাশেম সরদারের ছেলে আমান সরদার, ফজু বিশ্বাসের ছেলে হোসেন বিশ্বাস।

দায়েরকৃত হত্যা মামলার ১নং আসামী আরশাদ বিশ্বাস গত ২৩ জানুয়ারি দুপুর আনুমানিক ২টার দিকে ০১৭২১-৭৫৯৪৪৭ নং হতে ১নং সাক্ষী নিহতের ভাই ইউনুস সরদারের ০১৭৪২-৪৫৬০১৭ নাম্বারে কল করে অকথ্য ভাষায় গালিগালাজ ও মামলা তলে নেয়ার জন্য চাপ সৃষ্টি করেন। অন্যথায় তাকে খুন জখমের হুমকি দিয়েছে বলে সাধারণ ডায়েরীতে উল্লেখ করেছেন। উভয়ের কথোপকথন ইউনুসের মোবাইলে ধারণ করা আছে বলেও জানান তিনি।

এ ব্যাপারে পাইকগাছা থানার ওসি এমদাদুল হক শেখ জানান, আসামী কর্তৃক বাদী ও সাক্ষীকে মামলা প্রত্যাহারের জন্য চাপ প্রয়োগের অভিযোগে শনিবার থানায় একটি জিডি করা হয়েছে।শিঘ্রই তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। তাছাড়া আসামীদের গ্রেফতারের ব্যাপারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

আজকের খুলনা
আজকের খুলনা