• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

মানিকগঞ্জে রাজৈর খেয়া ঘাটে সেতুর অভাবে ভোগান্তি

আজকের খুলনা

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২০  

মানিকগঞ্জ সাটুরিয়ার রাজৈর খেয়া ঘাটে সেতুর অভাবে ভোগান্তি পোহাতে হয় নানা শ্রেণী পেশার কয়েক হাজার মানুষকে। এলাকাবাসীর দাবি, অবিলম্বে এখানে একটি সেতু নির্মাণের। এদিকে, সংযোগ সড়ক না থাকায় কাজেই আসছে না প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত শরীয়তপুরের ভোজেশ্বর সেতু। স্থানীয়রা বলছেন, সড়ক নির্মাণ হলে বদলে যাবে এখানকার আর্থসামাজিক চিত্র।

মানিকগঞ্জ সাটুরিয়ার রাজৈর খেয়া ঘাট। প্রতিদিনই জীবনের তাগিদে এই খেয়াঘাট পারাপার হন ৪ উপজেলার প্রায় ৪০টি গ্রামের মানুষ। নৌকায় যাতায়াতে ভোগান্তি পোহাতে হয় ব্যবসায়ী, চাকরিজীবি, শিক্ষার্থীসহ নানা শ্রেনী পেশার মানুষকে। বর্ষা মৌসুমে ভোগান্তির মাত্রা বেড়ে যায় বহুগুণে। এলাকাবাসীর দাবি, অবিলম্বে একটি সেতু নির্মাণের। মানিকগঞ্জের সাটুরিয়ার এলজিইডির উপজেলা প্রকৌশলী এএফএম তৈয়াবুর রহমান বলেন, কারিগরী সমীক্ষা শেষ হয়েছে। বরাদ্দ পেলেই সেতু নির্মাণের কাজ শুরু হবে।  

এদিকে, সংযোগ সড়ক না থাকায় কাজে আসছে না প্রায় ১০ কোটি টাকায় নির্মিত শরীয়তপুরের ভোজেশ্বর সেতু। পণ্য পরিবহন ও যাতায়াতে স্থানীয়রা নির্ভরশীল নৌকার উপর। তারা বলছেন, সেতু চালু হলে বদলে যাবে এখানকার আর্থসামাজিক অবস্থা। শরীয়তপুরের নির্বাহী প্রকৌশলী মো. শাহজাহান ফরাজী বলেন, আধুনিক পদ্ধতিতে সড়ক নির্মাণের পরিকল্পনা থাকায় কাজ শুরু করতে কিছুটা দেরি হচ্ছে।

তবে জনগনের ভোগান্তি দূর করতে প্রশাসনের দ্রুত পদক্ষেপের দাবি স্থানীয়দের।

আজকের খুলনা
আজকের খুলনা