• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

মানব সেবায় অনন্য অবদান রাখছেন এমপি পত্নি শারমিন সালাম

আজকের খুলনা

প্রকাশিত: ২১ আগস্ট ২০১৯  

“এই মানুষই মিলিত মানুষ, মানুষনিধি” কথাটির যথার্থতা প্রকাশ পেয়েছেন নানাবিধ কর্মকান্ডের মাধ্যমে। সংশ্লিষ্ট এক নারীর পদচারনায় তেরখাদা-রূপসা-দিঘলিয়া এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে নিয়ে কাজ করে চলছেন। বাংলাদেশে অদম্য নারীরা যে এগিয়ে যাচ্ছেন দৃঢ় প্রত্যয়ে তারই এক উজ্জ্বল উদাহরণ খুলনা-৪ আসনের এমপি পত্নী শারমিন সালাম। তিনি কোন নেত্রী নন! নন কোন এমপিও! তবুও সব সময় তেরখাদা-রূপসা ও দিঘলিয়া উপজেলায় গেলেই তার চোখ যেন চলে যায় সমাজের নিম্নবিত্ত পরিবারগুলোর দিকে। কেমন আছে জানতে ছুটে যান তাদের পাশে। খোঁজ নেন কেমন আছেন? সাধ্যমত করেন সবার সাহায্য সহযোগিতা। তেরখাদা-রূপসা ও দিঘলিয়া উপজেলার দুর্গম এলাকায় প্রতিনিয়ত প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ, শীতে গভীর রাতে ঘরে ঘরে গিয়ে শীতবস্ত্র বিতরণ, পিছিয়ে পড়া জনগোষ্ঠী সহ গরীব-দুঃখী মানুষের সুখে দুখে পাশে যান। এই যোগ্যতা, মানসিকতা ও ধৈর্য্য সবার থাকে না। এই কঠোর পরিশ্রম সবাই করতে পারে না, তিনি সেটি পেরেছেন, পারেন এবং পারবেন বলে ধারনা এলাকাবাসীর! স্বপ্ন সম্ভাবনা উন্নয়ন ও মানুষকে সেবা দিতে তার স্বামী আব্দুস সালাম মূর্শেদীর অনুপস্থিতিতে ও তিনি পিছপা হন না। একাকী ছুটে চলেছেন খুলনা-৪ আসনের মানুষের কাছে। যে কারণে তার এ মানবিক কাজের সুনাম ছড়িয়ে পড়েছে সবখানে।

আজকের খুলনা
আজকের খুলনা