• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

মাদারীপুরে সাজাপ্রাপ্ত ৭৪ কয়েদিকে মুক্তির প্রস্তাব

আজকের খুলনা

প্রকাশিত: ৮ এপ্রিল ২০২০  

মাদারীপুর জেলা কারাগারে দীর্ঘদিন সাজা খাটাসহ বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ৭৪ জন কয়েদিকে মুক্তি দেয়ার প্রস্তাব দেয়া হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে এ প্রস্তাব কারা অধিদপ্তরে পাঠানো হয়েছে বলে জানান কারাগারের জেল সুপার শহিদুল ইসলাম। পরে এটি পাঠানো হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে।

মাদারীপুর জেলা কারাগারের জেল সুপার শহিদুল ইসলাম জানান, করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকি এড়াতে মাদারীপুর জেলা কারাগার থেকে ৭৪ জন কয়েদিকে মুক্তি দেয়ার প্রস্তাব পাঠানো হয়েছে। এর মধ্যে লঘু অপরাধে ৪৯ জন, বিভিন্ন বিচারাধীন মামলার আসামি ২০ জন ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি ৫ জন।

জেলা সুপার আরও জানান, করোনা ভাইরাসজনিত কারণে সরকারের নেয়া উদ্যোগের অংশ হিসেবে এ প্রস্তাবনা পাঠানো হয়েছে। মাদারীপুর জেলা কারাগারে ৩৫০ জন ধারণ ক্ষমতার বিপরীতে ৪৮৬ জন কয়েদি রয়েছেন। তাদের দেখভাল করার জন্য কারারক্ষী ও হাবিলদারসহ কর্মকর্তা রয়েছেন ৮৫ জন।

এদিকে করোনা ঝুঁকি এড়াতে কয়েদি ও বিভিন্ন মামলার আসামিদের সঙ্গে তাদের আত্মীয়-স্বজনদের সাক্ষাৎ করা অস্থায়ীভাবে বন্ধ রাখা হয়েছে। এছাড়া কারাগারের মূল ফটকে হ্যান্ড স্যানিটাইজারসহ পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যাপারে নানা পদক্ষেপ নিয়েছে জেলা কারাগার কর্তৃপক্ষ।

আজকের খুলনা
আজকের খুলনা