• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

মাদারীপুরে নানার কাঁচির আঘাতে শিশু নাতির মৃত্যু

আজকের খুলনা

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০১৯  

মাদারীপুরের রাজৈরে নানার কাঁচির আঘাতে ৯ মাসের নাতনি মরিয়মের মৃত্যু হয়েছে। আজ বুধবার (১৩ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার সাতবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মরিয়ম সদর উপজেলার কুচিয়ামড়া গ্রামের জাহাঙ্গীর শেখের মেয়ে।

এলাকাবাসী জানায়, বুধবার সকাল ৮টার দিকে পারিবারিক কলহের জের ধরে করম ফরাজী (৬৫), স্ত্রী ফয়জুন বেগম (৬০) ও তার মেয়ে জাপানি বেগমের (৩০) ঝগড়া হয়। এ সময় জাপানির কোলে থাকা ৯ মাসের শিশু কন্যা মরিয়ম ছিল। ঝগড়ার একপর্যায়ে নানার হাতে থাকা কাঁচি দিয়ে নাতনি মরিয়মের মাথায় আঘাত লাগে। গুরুতর আহতাবস্থায় মরিয়মকে উদ্ধার করে রাজৈর হাসপাতালে নিয়ে এলে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর সে মারা যায়। নিহতের মা জাপানি বেগম বিয়ের পর প্রায় ১০ বছর ধরে বাবার বাড়ি থাকতেন।

মরিয়মের বাবা জাহাঙ্গীর জানান, আমার স্ত্রী জাপানি বেগম ও শাশুড়ি ফয়জুন বেগম ঝগড়া করছিলেন। এ সময় আমার শ্বশুর করম ফরাজী কৃষি মাঠ থেকে এসে এ ঝগড়ায় লিপ্ত হন এবং ক্ষিপ্ত হয়ে আমার স্ত্রী জাপানিকে হাতে থাকা কাঁচি দিয়ে কোপ দেন। কিন্তু সেই কোপ জাপানির গায়ে না লেগে আমার শিশু কন্যা মরিয়মের মাথায় লাগে। রাজৈর হাসপাতালের ডা. সুবাস সরকার জানান, আমরা ওই শিশুকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর পাঠানোর সময় সে মারা যায়। তার মাথায় বড় ধরনের আঘাত রয়েছে। রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান জানান, শিশু কন্যার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি আইনি প্রক্রিয়াধীন

আজকের খুলনা
আজকের খুলনা