• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

আজকের খুলনা

মাদকমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ জেলা প্রশাসকের

আজকের খুলনা

প্রকাশিত: ৩ অক্টোবর ২০১৯  

খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন বলেছেন, তেরখাদা উপজেলায় নতুন করে আর কোনো তরুণ মাদকে আসক্ত হবে না। যারা আসক্ত তাদের মোবাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজে মেসেজ দিয়ে তাদের সুপথে ফিরে আসতে আহ্বান জানাবেন। তাতে কাজ না হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা থানা পুলিশকে সাথে নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কমপক্ষে তিন মাস ও সর্বোচ্চ দুই বছরের সাজা দেয়া হবে। একই সাথে চোর, ছিনতাইকারী ও আইন লঙ্ঘনকারীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। মঙ্গলবার বেলা ১১টায় আদমপুর বলর্দ্ধনা শালিকদাহ মাধ্যমিক বিদ্যালয় ময়দানে তেরখাদায় বৃক্ষরোপন অভিযান ও মাদক বিরোধী সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষ্ণুপদ পাল। স্কুলের প্রধান শিক্ষক ইকরাম হোসেন জোমাদ্দারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ ইউসুফ আলী, উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম, ভাইস-চেয়ারম্যান শারাফাত হোসেন মুক্তি, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সালেকুজ্জামান, উপজেলা আ’লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান এফএম অহিদুজ্জামান, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান কেএম আলমগীর হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এসএম আব্দুল্লাহ্। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরবিন্দ প্রসাদ সাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আকন আওয়াল।

সভা শেষে স্যালুব্রিয়ান কাম অটিজম রিফ্রেশমেন্ট সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন ও বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষরোপন করেন জেলা প্রশাসক। এরআগে, সকালে কর্মসূচিতে যাওয়ার পথে ভূতিয়ার বিলের মাঝিরা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনকে পদ্মফুলের শুভেচ্ছা জানান।

আজকের খুলনা
আজকের খুলনা