• বুধবার ১৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৭ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

মাগুরায় ৬৬০টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে

আজকের খুলনা

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০১৯  

উৎসাহ উদ্দীপনার সাথে মাগুরায় এবছর ৬৬০টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গা পূজার ব্যাপক প্রস্তুতি চলছে। মণ্ডপে মণ্ডপে প্রতিমা নির্মাণের কাজ চলছে। প্রতিমা নির্মাণ শিল্পীদের এক মুহূর্ত বসার সময় নেই ।

জানা গেছে , আগামী ৪ অক্টোবর ২০১৯ থেকে ৫ দিন ব্যাপী দুর্গা পূজা শুরু হবে । জেলায় ৬৬০টি পূজা অনুষ্ঠিত হচ্ছে। জেলা শহরের থানা পাড়া, জামরুল তলা, তাতী পাড়া, দড়ি মাগুরা বটতলা , নিজন্দুয়ালী কালী বটতলা, নতুন বাজার স্মৃতি সংঘ,কর্মকার পাড়া, চরপাড়া, বৈদ্যবাড়ী, শিবরামপুর, পারনান্দুয়ালী মিস্ত্রী পাড়া, সাতদোহা আশ্রম প্রভৃতি স্থানে দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিমা নির্মাণ শিল্পীরা দিনরাত পরিশ্রম করে প্রতিমা নির্মাণ করছেন। মাটির কাজ শেষ হয়েছে। এখন চলবে রং এর কাজ।

থানা পাড়া পূজা মণ্ডপের প্রতিমা শিল্পী অনিল পাল জানান, তিনি এবছর ৭টি প্রতিমা তৈরী করছেন। মাটির কাজ শেষের পথে কয়েকদিনের মধ্যে রং এর কাজ শুরু হবে।

শহরের প্রাণকেন্দ্রে থানাপাড়া পূজা কমিটির সভাপতি অ্যাডভোকেট রতন কুমার মিত্র জানান, ৬১ বছর ধরে থানা পাড়ায় পূজা অনুষ্ঠিত হচ্ছে। এবারও প্রতিমা তৈরীর কাজ চলছে । সবাইকে পূজা অনুষ্ঠানে আসার আমন্ত্রণ জানাচ্ছি।

হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্যপরিষদের মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক ও শক্রুজিৎপুর ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট সঞ্জিত কুমার বিশ্বাস বলেন, মাগুরা জেলা সাম্প্রদায়িক সম্প্রতির জেলা। এই জেলায় আনন্দ উৎসবে পূজার কার্যক্রম চলছে । এবছর ৬৬০টি পূজা অনুষ্ঠিত হবে। পূজার প্রস্তুতি অনেকটা শেষে পথে। প্রতিমা গড়া নিয়ে ব্যস্ত রয়েছে সকলে । আনন্দ উৎসবের মাধ্যমে দুর্গাপূজা শেষ হবে এই আশা করছি।

আজকের খুলনা
আজকের খুলনা