• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

মাগুরায় শিক্ষাবৃত্তি পেল শিক্ষার্থীরা

আজকের খুলনা

প্রকাশিত: ১১ আগস্ট ২০১৯  

‘নৈতিক সমাজ গঠনের প্রত্যয়’ স্লোগানে মাগুরায় ‘মোরাল প্যারেন্টিং ট্রাস্ট’র উদ্যোগে শিক্ষাবৃত্তি পেয়েছেন শিক্ষার্থীরা।

শনিবার দুপুরে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ মিলনায়তনে এ বৃত্তি দেয়া হয়। এতে সভাপতিত্ব করেন ওয়াহেদুর রহমান। মতবিনিময়ে প্রবন্ধ উপস্থাপন করেন সংস্থার প্রতিষ্ঠাতা ড. মো. মাহাবুবর রহমান।

প্রবন্ধে জানানো হয়, ২০১৬ সালের ১১ জুলাই থেকে ট্রাস্ট প্রতিষ্ঠার পর মাগুরা, যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া ও ফরিদপুরের ২২০ এতিম, প্রতিবন্ধী ও অতি দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা বৃত্তি দেয়া হয়েছে।

প্রবন্ধে আরো জানানো হয়, মোরাল প্যারেন্টিং ট্রাস্ট একটি শিক্ষা উন্নয়নমূলক মানবিক সংস্থা। মেধাবী এতিম, প্রতিবন্ধী ও অতি দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা করে। সংস্থাটি বিশ্বাস করে আর্থিক সহায়তা ও সঠিক দিক নির্দেশনা পেলে যে কেউ একজন সফল মানুষ হতে পারে।

মতবিনিময়ে বিশেষ অতিথি ছিলেন মাগুরা হোসেন শহীদ সোরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর দেবব্রত ঘোষ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আনিসুর রহমান খোকন, মাগুরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, আদর্শ কলেজের অধ্যক্ষ সূর্যকান্ত বিশ্বাস, নাজীর আহমেদ ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ জামালউদ্দিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণির মানুষ।

আজকের খুলনা
আজকের খুলনা