• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

মরা গাছ যেখানে মরণ ফাঁদ!

আজকের খুলনা

প্রকাশিত: ২ নভেম্বর ২০১৯  

স্কুলের গেটে কিংবা সড়কের পাশে দাঁড়িয়ে থাকা মরা গাছ এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে দিনাজপুরের হিলিতে।

সামান্য ঝড় বাতাসে এসব মরা রেইনট্রি বা কড়ই, ইউক্যালিপটাস জাতীয় গাছের ডাল ভেঙ্গে পড়ায় দুর্ঘটনায় পড়ছেন হিলি-হাকিমপুর বাসুদেবপুর মডেল প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিশু, পথচারী ও যানবাহন।

দুর্ঘটনা রোধে এসব ঝুঁকিপূর্ণ মরা গাছ কেটে নেওয়ার দাবি জানিয়েছেন বিদ্যালয়ে শিক্ষার্থী ও অভিভাকেরা। যখন তখন গাছ ও গাছের ডালপালা ভেঙ্গে পড়ায় ভয়ে ভয়ে যাতায়াত করতে হচ্ছে স্কুলের ছাত্র-ছাত্রীদের।

পথচারী দেবেন সরেন বলেন, ‘সড়কটি খুবই ব্যস্ততম। মরা গাছের কারণে আতঙ্কের মধ্য দিয়ে যাতায়াত করতে হয় এই সড়ক দিয়ে।’

বিদ্যালয়ের এক শিক্ষার্থী জানায়, কিছুদিন আগে অল্পের জন্য তার এক সহপাঠী দূর্ঘটনার হাতে থেকে রক্ষা পেয়েছে। যখন তখন ডালপালা ভেঙ্গে বিদ্যালয়ে টিনের ওপরে পড়ে। এতে পড়ালেখারও বিঘ্ন ঘটে।

স্থানীয় বাসিন্দা দেলোয়ার হোসেন জানান, গাছগুলো বহু পুরনো। মরেও গেছে, তাই গাছগুলো কাটার ব্যবস্থা করা প্রয়োজন।

বাসুদেব মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনারুল হক বলেন, ‘অনেক দিন হয় গাছগুলো মরে গেছে, এখন এসব গাছ ও ডালপালা যখন তখন বাতাসে ভেঙে স্কুলে ও সড়কের ওপর পড়ছে। কিছুদিন আগে আমার এক স্কুলছাত্রীর ওপর ডাল ভেঙে পড়লে সামান্যের জন্য প্রাণে বেচেঁ যায় । এসব গাছ দ্রুত কেটে নেওয়া উচিত। এ ব্যাপারে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলেও কোন সাড়া পাওয়া যায়নি।’

 

আজকের খুলনা
আজকের খুলনা