• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

ভয়ঙ্কর ‘রাসেল ভাইপার’ সাপ উদ্ধার

আজকের খুলনা

প্রকাশিত: ২৯ নভেম্বর ২০১৯  

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা থেকে বিষধর সাপ ‘রাসেল ভাইপার’ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) উপজেলার মালির অংক এলাকা থেকে বন বিভাগের কর্মকর্তারা সাপটি উদ্ধার করেন। গত রোববার (২৪ নভেম্বর) উপজেলার মালির অংক বাজারের কাছ থেকে সাপটি ধরেন ওই এলাকার চা দোকানি উজ্জ্বল। চারদিন পর সাপটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয়রা জানান, মালির অংক বাজারে উজ্জ্বলের চা দোকানের পাশে একটি জলাশয় ভড়াটের কাজ চলছিল। সেখান থেকে সাপটি দোকানের পাশে উঠে আসে। পরে সাপটিকে আল-আমিন বস্তাবন্দি করেন। এরপর সাপটিকে একটি ইঁদুর ধরার ফাঁদে আটকে রাখা হয়। এমন সাপ সচরাচর কেউ দেখিনি। সাপটি লম্বায় প্রায় ৪ ফুট হবে। চা দোকানি উজ্জ্বল বলেন, গত রোববার মালির অংক বাজারের নিকট থেকে সাপটিকে ধরি। চারদিন ধরে সাপটি কিছু খায়নি।

ঢাকার বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের বন্যপ্রাণী পরিদর্শক অসীম মল্লিক জানান, মুন্সীগঞ্জের লৌহজংয়ে তিনটি রাসেল ভাইপার সাপের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। উদ্ধারকৃত রাসেল ভাইপার সাপটি বিষধর এবং ভয়ঙ্কর। দৈর্ঘ্য ৪ ফুট। সাপটি ঢাকার আগারগাঁও বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের তত্ত্বাবধানে বন বিভাগের কার্যালয়ে নেয়া হয়েছে।

আজকের খুলনা
আজকের খুলনা