• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

ভোলায় তাবলীগ জামাতের ২৫ সদস্যসহ ট্রাক আটক

আজকের খুলনা

প্রকাশিত: ৮ এপ্রিল ২০২০  

নারায়ণগঞ্জ ও কেরানীগঞ্জ থেকে ভোলায় আসা তাবলীগ জামাতের ২৫ সদস্যসহ একটি ট্রাক আটক করেছে নৌবাহিনী।

বুধবার (৮ই এপ্রিল) সকালে, বোরহানউদ্দিন উপজেলার বোরহানগঞ্জ এলাকা থেকে ওই ট্রাকের ড্রাইভার মো: আলীকে আটক করে হয়। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ওই ড্রাইভারকে তিন হাজার টাকা জরিমানা করে। দণ্ডপ্রাপ্ত আলী একই উপজেলার বড় মানিবা ইউনিয়নের মোতাহার হোসেনের ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: বশির গাজী জানান, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নারায়ণগঞ্জ ও কেরানীগঞ্জ থেকে তাবলীগ জামাতের ২৫ জন সদ্যস্যকে নিয়ে চরফ্যাশনের উদ্দেশ্যে যাচ্ছিলো। পথে ভোলার বোরহানউদ্দিন উপজেলার বোরহানগঞ্জ এলাকার নৌবাহিনীর সদস্যরা ট্রাকটিকে আটক করে যাত্রীদের নামিযে দেয়ার পাশাপাশি করোনাভাইরাস সংক্রমণ ও বিস্তার সম্পর্কে জানানো হয়। এ ধরনের চলাচল দেশের জন্য ভয়ঙ্কর পরিস্থিতি ডেকে আনবে বলেও তাদেরকে সতর্ক করে ছেড়ে দেয়া হয়। এছাড়া সামাজিক দূরত্ব বজায় রেখে তাদের নিজ নিজ গন্তব্যে চলে যেতে অনুরোধ করা হয়।

অপরদিকে ওই ট্রাক ড্রাইভাকে ভ্রাম্যমাণ আদালত মাধ্যমে ৩ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে বলেও জানান তিনি।

আজকের খুলনা
আজকের খুলনা