• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

ভোলার ঘটনায় ঢাকায় হেফাজতের বিক্ষোভ মিছিল

আজকের খুলনা

প্রকাশিত: ২২ অক্টোবর ২০১৯  

ভোলার বোরহানউদ্দিনে সাধারণ মুসল্লির ওপর পুলিশের গুলিবর্ষণের ঘটনার বিচার চেয়ে বিক্ষোভ মিছিল করছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। 

আজ দুপুরে জোহরের নামাজ শেষে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করছেন তারা।

হাজার হাজার মুসল্লি জোহরের নামাজ আদায় শেষে মসজিদের পাশে বিভিন্ন লিফলেট ও হাতে লেখা পোস্টার নিয়ে অবস্থান করছেন।

হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর ঢাকা মহানগরের নেতা আল্লামা নুর হোছাইন কাসেমীর নেতৃত্বে দলের অন্যান্য ব্যক্তিরা ব্যানার হাতে দাঁড়িয়ে বক্তব্য দেন।

এর আগে একই স্থানে গতকাল বিকেলে বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ভোলায় বোরহানউদ্দীনে তৌহিদী জনতা’র ব্যানারে গুলিবর্ষণ ঘটনায় নিহতদের হত্যার প্রতিবাদ ও জ‌ড়িত‌দের বিচার দা‌বি জানান তারা।

প্রসঙ্গত, ধর্ম অবমাননার অভিযোগে গত রোববার ভোলার বোরহানউদ্দিনে সংখ্যালঘু সম্প্রদায়ের এক যুবকের বিচারের দাবিতে ‘তৌহিদী জনতা’র ব্যানারে বিক্ষোভ মিছিল হয়। মিছিলে অস্বাভাবিকতা তৈরি হলে তা সামাল দিতে পুলিশ মুসল্লিদের ওপর গুলিবর্ষণ করে।

পুলিশ বলছে, এক যুবকের হ্যাক হওয়া আইডি থেকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার বক্তব্য ছড়ানোর ঘটনা থেকে এ পরিস্থিতির সূত্রপাত হয়। 

বোরহানউদ্দিনের ঘটনায় পুলিশের গুলিতে চারজন নিহত হন। নিহত চারজনকে নিজেদের কর্মী-সমর্থক বলে দাবি করেছে তৌহিদী জনতা। সংঘর্ষে পুলিশের ১০ সদস্যসহ দেড় শতাধিক মানুষ আহত হয়েছে।

আজকের খুলনা
আজকের খুলনা