• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

ভূমিকম্পে মঙ্গলগ্রহও কেঁপে ওঠে !

আজকের খুলনা

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২০  

ভূমিকম্পে পৃথিবী যেমন কেঁপে ওঠে, ঠিক একইভাবে কম্পিত হয় মঙ্গলগ্রহেও। বিজ্ঞানীরা জানিয়েছেন, ভূমিকম্পের পর যে ‘আফটার শক’ হয়, তাতেও কাঁপে লাল গ্রহ অর্থাৎ মঙ্গলগ্রহ।

সম্প্রতি মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার (নাসা) নতুন মার্স ল্যান্ডার জানিয়েছে, ভূমিকম্প হলে পৃথিবীর মতো মঙ্গলগ্রহও কেঁপে ওঠে।

গত সোমবার (২৪ ফেব্রুয়ারি) নাসার বিজ্ঞানীরা এক সংবাদ সম্মেলনে জানান, মহাকাশযান থেকে সিসমোমিটার (কম্পন পরিমাপক যন্ত্র) দিয়ে মঙ্গল গ্রহের কম্পন শনাক্ত করেছে।

গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত মঙ্গলগ্রহে ১৭৪টি কম্পন অনুভূত হয়। এর মধ্যে ২৪টি কম্পন তুলনামূলকভাবে বেশি শক্তিশালী, ৩ থেকে ৪টি বড় এবং বাকিগুলো ছোট ধরনের। তবে মঙ্গলগ্রহের শক্তিশালী ভূমিকম্প কোনো ক্ষতি করবে না বলে গবেষকরা জানিয়েছেন।

আজকের খুলনা
আজকের খুলনা