• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

ভুল করে কিছু খেলে কি রোজা ভাঙে?

আজকের খুলনা

প্রকাশিত: ৮ মে ২০২০  

রোজাদাররা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত কিছুই মুখে দেন না। মহান আল্লাহর সন্তুষ্টির জন্য পানাহার থেকে বিরত থাকা ও বেশি সময় ধরে প্রার্থনার ভেতর দিয়ে মুসলমানরা এই সময়টা আত্মশুদ্ধির চেষ্টা করে থাকে। 

রোজাদাররা ভুলবশত অনেক সময় সামনে পাওয়া খাদ্যবস্তু খেয়ে ফেলে। যখনেই স্মরণ হয় যে সে রোজাদার, তখন তার করণীয় কি? অনেকে রোজা ভেঙে গেছে ভেবে পরিপূর্ণ খাবার খেয়ে ফেলে। অথচ অনিচ্ছাকৃত খেয়ালের ভুলে পানাহার করে ফেললে রোজার কোনা ক্ষতি হয় না।

আপনি যদি ভুল করে কিছু খেয়ে ফেলেন, তাহলেও আপনার রোজা বৈধ থাকবে। তবে বুঝার সঙ্গে সঙ্গে খাওয়া বন্ধ করে দিতে হবে। এক্ষেত্রে ওজুর সময় যদি আপনি অনিচ্ছাকৃতভাবে পানি খেয়ে ফেলেন, তাহলে রোজা ভেঙে যাবে। কারণ এই ভুল এড়ানো সম্ভব। এ কারণে রোজা রেখে ওজু করার সময় গারগল না করতে পরামর্শ দেয়া হয়। শুধু কুলি করে পানি ফেলে দিন।

বেখেয়ালে কোনো কিছু খেয়ে ফেললে ওই মূহুর্তে করণীয় সম্পর্কে প্রিয়নবী রাসূলুল্লাহ (সা.) সুস্পষ্ট ভাষায় হাদিসে বর্ণনা করেন-

হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত- তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি রোজা অবস্থায় ভুল করে কিছু খেয়েছে বা পান করেছে, ওই ব্যক্তি যেন তার রোজা পূর্ণ করে। কেননা আল্লাহই তাকে পান করিয়েছেন। (বুখারী ও মুসলিম, মিশকাত)।

আল্লাহ তায়ালা মুসলিম উম্মাহকে উল্লেখিত হাদিসের ওপর আমল করার তাওফিক দান করুন । রোজার দিনে সব ধরনের ভুল ও পেরেশানি থেকে হেফাজত করুন। আমিন।

আজকের খুলনা
আজকের খুলনা