• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

ভুল অপারেশনে প্রাণ গেল গৃহবধূর

আজকের খুলনা

প্রকাশিত: ২১ অক্টোবর ২০১৯  

ডাক্তারের ভুল অপারেশনে ১৬ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে মৃত‌্যুবরণ করেছেন সিরাজগঞ্জের এক গৃহবধূ।

রোববার রাতে সদর পঞ্চসোনা গ্রামে নিজ বাড়িতে মারা যান গৃহবধু রাশিদা খাতুন (৩০)।

তিনি সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের পঞ্চসোনা গ্রামের মো. মনিরুল ইসলামের স্ত্রী।

স্বজনদের অভিযোগ, সিরাজগঞ্জের কামারখন্দ ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডি‌ক‌্যাল অফিসার (আরএমও) ডা. এমএম সুমনুল হকের (সজীব) ভুল অপারেশনের কারণে রাশিদা খাতুন মারা গেছেন। 

নিহত মোছা. রাশিদা বেগমের স্বামী মো. মনিরুল ইসলাম জানান, গত ৫ অক্টোবর সকালে গর্ভকালীন ব্যাথা অনুভব করলে স্ত্রীকে নিয়ে কড্ডার মোড়ের ল্যাব এইচ হাসপাতাল অ‌্যান্ড ডায়াগনষ্টিক সেন্টারে ভর্তি করেন।  সেখানে ডা. এমএম সুমনুল হক পরীক্ষা নিরীক্ষা করে জরুরি অপারেশন করার কথা বলেন। 

অপারেশনের পর সুস্থ বাচ্চা হলেও রোগীর অবস্থা খারাপ হতে শুরু করে।  রোগীর অবনতি ঘটলে তখন ডাক্তার দ্রুত রোগীকে ঢাকা বা বগুড়ায় নিয়ে যেতে বলেন।  এরপর তাকে বগুড়া শহীদ জিয়া মেডিক‌্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা জানান অপরেশনে ভুল করে জরায়ু কেটে ফেলা হয়েছে।

পরে ঢাকার হলি ফ্যামিলি হাসপাতাল, ঢাকা মেডিক‌্যাল কলেজ হাসপাতাল, ঢাকার লালমাটিয়ার রয়েল হাসপাতাল ও সবশেষ মিরপুরের ডেল্টা মেডিক‌্যালে নেয়া হয়।  সব জায়গাতেই ডাক্তাররা তাকে ফেরত দেন।  দীর্ঘ ১৬ দিন চিকিৎসার পর রোববার রাতে মারা যান রাশিদা।

এ ব‌্যাপারে কথা বলার জন্য  ডা. এমএম সুমনুল হককে বার বার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম জানান, বিষয়টি শুনেছি, এখনো রোগীর পক্ষ থেকে কোনো অভিযোগ পাইনি।  তবে অভিযোগ না পেলেও তদন্ত করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আজকের খুলনা
আজকের খুলনা