• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

আজকের খুলনা

ভারতে ব্যক্তিগত কম্পিউটারে নজর রাখবে ১০ গোয়েন্দা সংস্থা

আজকের খুলনা

প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০১৮  

ভারতে যে কোন ব্যক্তির নিজস্ব কম্পিউটার বা ল্যাপটপে নজরদারি চালাতে পারবে দেশটির ১০ গোয়েন্দা সংস্থা। এই মর্মে একটি নির্দেশিকা জারি করেছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 

শুক্রবারের ওই নির্দেশনায় বলা হয়, দেশের যে কোনও কম্পিউটারের নজরদারি, হস্তক্ষেপ করতে পারবে ১০ গোয়েন্দা সংস্থা। ওই সব কম্পিউটারে কী ধরনের কাজ হচ্ছে তা নজর রাখবে গোয়েন্দা সংস্থাগুলো। কম্পিউটারের ওপরে নজরদারি চালাতে পারবে আইবি, নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো, এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, সেন্ট্রাল বোর্ড অব ডাইরেক্ট ট্যাক্স, ডাইরেক্টরেট অব রেভিনিউ ইনটেলিজেন্স, সিবিআই, এনআইএ, ডাইরেক্টরেট অব সিগন্যাল ইন্টেলিজেন্স ও দিল্লির পুলিশ কমিশনার।

ওই নির্দেশিকা অনুযায়ী যে কোনও কম্পিউটারের মালিক বা সার্ভিস প্রোভাইডার তদন্তকারী সংস্থাকে তথ্য দিতে বাধ্য। তদন্তকারী সংস্থার সঙ্গে কোনও ধরনের অসহযোগিতা করলে যে কোনও ব্যক্তির জরিমানা বা ৭ বছর পর্যন্ত জেল হতে পারে।

সরকারের এমন নির্দেশনার পর সমালোচনার ঝড় ওঠেছে ভারতজুড়ে। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এমন নির্দেশনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কঠোর সমালোচনা করেছেন। 

আজকের খুলনা
আজকের খুলনা