• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

ভারতে করোনায় মৃত্যুর সংখ্যা হাজার ছাড়াল

আজকের খুলনা

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২০  

ভারতে করোনাভাইরাসের মোট মৃতের সংখ্যা এক হাজার ছাড়াল।

গত ২৪ ঘণ্টায় মোট ৭৩ জন মারা গেছেন, যা একদিনে মৃত্যুর সংখ্যার হিসেবে রেকর্ড। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৩১ হাজারের বেশি মানুষ।

গত ১০ দিনে আক্রান্তের পাশাপাশি মৃতের সংখ্যাও হয়েছে দ্বিগুণ। দেশটির স্বাস্থ্য মন্ত্রলালয় জানিয়েছে,এখন পর্যন্ত ১,০০৭ জনের প্রাণহানি হয়েছে।

এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতে ধীরে ধীরে বাড়তে শুরু করেছে করোনায় মৃত্যু। তবে সুস্থ হয়ে ঘরে ফেরা মানুষের সংখ্যাও নেহাত কম নয়, সাড়ে ৭ হাজারেরও বেশি মানুষ জয় করেছেন করোনাকে। সারা দেশে মোট ৭,৬৯৬ জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

ভারতে আগামী ৩রা মে পর্যন্ত লকডাউন চলছে। তবে হটস্পটগুলোতে লকডাউনের মেয়াদ বাড়তে পারে বলে সোমবার বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে এক ভিডিও কনফারেন্সে ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

আজকের খুলনা
আজকের খুলনা