• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

বড়দিনের সজ্জায়

আজকের খুলনা

প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০১৮  

বড়দিন সামনেই। আয়োজন সম্পূর্ণ করতে ছোটাছুটিও শুরু হয়ে গেছে। ক্রিসমাস গাছ সাজাতে হবে, বাচ্চাদের জন্য উপহার কিনতে হবে, কোনার টেবিলে বড়দিনের আবহ আছে এমন কিছু শো-পিস রাখতে হবে ইত্যাদি ইত্যাদি। সেগুলো নিজের হাতে তৈরি করতে পারলে তো কথাই নেই! ছোট্ট দুটি সহজ ভাবনা দেখে নিতে পারেন। হাতের কাছে পাবেন এমন জিনিস দিয়ে তৈরি করতে পারেন সান্তা ক্লজ পুতুল আর ক্রিসমাস গাছ সাজানোর জন্য তারা। পুতুল ও তারা বানানোর ধাপগুলো :

মোজায় মোড়ানো সান্তা

উপকরণ

লাল, কালো ও ঘিয়ে রঙের মোজা, কাঁচি, রাবার ব্যান্ড, গ্লু গান, আইকা, চাল ও তুলা।

ঘিয়ে রঙের একটি মোজার নিচের অংশ কেটে নিন।

ভেতরে চাল ভরে নিন। চালের বদলে ধান কিংবা সিলিকা জেল ভরতে পারেন।

একটি রাবার ব্যান্ড দিয়ে ওপরের অংশটা বেঁধে দিন। মাথা ও শরীরের অংশ আলাদা করার জন্য আরেকটি রাবার ব্যান্ড দিয়ে ওপর থেকে সামান্য নিচে হালকা করে বাঁধুন।

একটি লাল মোজা কেটে দুই ভাগ করুন। একটা অংশ ছোট হবে।

ছোট অংশ টুপির জন্য আর বড়টা গায়ের জামার জন্য।

মাথায় টুপি ও গায়ে জামা পরিয়ে দিন।

আরেকটি লাল মোজা নিয়ে মাঝের অংশটি কেটে নিন। সেটাকেও মাঝ বরাবর কাটুন।

এবার দুটি কাটা অংশে হাতের আদলে আঁকুন (ভাঁজ না খুলেই)।

হাত আঁকা হলে কেটে নিন।

১০

এবার ভাঁজ খুলে তুলা দিন। গ্লু গান দিয়ে কিনারাগুলোতে আঠা লাগান। আঠা লাগানো হলে আবার ভাঁজ দিয়ে বন্ধ করে ফেলুন। এভাবে আরেকটি হাত বানান।

১১

সান্তার জামার আদলে (যেখানে সাদা অংশ আছে) আঠা দিয়ে তুলা বসিয়ে দিন। গলার অংশটি বাদ রাখুন।

১২

এবার হাত দুটি আঠা দিয়ে বসিয়ে দিন।

১৩

টুপির সাদা বলের জন্য অল্প একটু তুলা নিয়ে তাতে সামান্য আইকা নিয়ে হাতে ঘুরিয়ে বলের আকৃতি দিন। টুপির বলটি আঠা দিয়ে টুপিতে লাগিয়ে ফেলুন।

১৪

এখন গলার অংশে আঠা লাগিয়ে তুলা দিয়ে বর্ডার দিন।

১৫

কালো মোজার একদম ওপরের কিনার কাটুন। কাটা কালো অংশটি দিয়ে সান্তাকে বেল্ট পরিয়ে দিন।

১৬

লাল রং দিয়ে ঠোঁট এঁেক নিন। তুলাকে কালো রং করে চোখ বানিয়ে নিন। এবার তুলা দিয়ে ভ্রূ ও দাঁড়ি বানিয়ে ফেলুন। বেঁচে যাওয়া ঘিয়ে রঙা মোজা দিয়ে থলে বানিয়ে তাতে তুলা পুরে নিন। মুখটা আটকে দিন কোনো সুতা দিয়ে। সান্তার পাশে রেখে দিন। 

ঝোলানো তারা

উপকরণ

পাস্তা বা ম্যাকারনি, গ্লু গান, স্প্রে রং, সুতা বা ফিতা।

দুটি করে পাস্তা নিয়ে, এদের মাঝে আঠা লাগিয়ে ইংরেজি V অক্ষরের মতো আকৃতি দিন। এ রকম করে পাঁচটি বানান।

পাঁচটি V কে আঠা দিয়ে তারার মতো একসঙ্গে জোড়া দিন।

আঠা শুকালে তারায় স্প্রে রং করুন।

রং শুকালে সুতা দিয়ে গাছে বেঁধে দিন।

আজকের খুলনা
আজকের খুলনা