• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

ব্লাস্ট রোগ প্রতিরোধক ধানের নতুন জাত উদ্ভাবন

আজকের খুলনা

প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০১৯  

ব্লাস্ট রোগ প্রতিরোধক ধানের নতুন জাত উদ্ভাবন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও গবেষক লুৎফুল হাসান। এ জাতের নাম দেয়া হয়েছে বাউ ধান-৩। পরীক্ষামূলকভাবে এই ধান চাষ করে সফলতাও মিলেছে।

 
ধানের ব্লাস্ট একটি ছত্রাকজনিত ক্ষতিকারক রোগ। চারা অবস্থা থেকে শুরু করে ধান পাকার আগ পর্যন্ত যেকোনো সময়ের আক্রমণে নষ্ট হয় ফলন। ক্ষতিগ্রস্ত হন কৃষকরা।

এই রোগ থেকে ফসল রক্ষায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর লুৎফুল হাসান দীর্ঘ ৬ বছরের গবেষণায় উদ্ভাবন করেছেন ব্লাস্ট প্রতিরোধী নতুন জাতের ধান। যার নাম দেয়া হয়েছে বাউ ধান-৩।

কৌলিক সারি নিয়ে ব্লাস্ট প্রতিরোধক নতুন জাতের ধান উদ্ভাবনের পর পরীক্ষামূলকভাবে চাষ করে সফলতাও মিলেছে বলে জানান এই গবেষক।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও গবেষক লুৎফুল হাসান বলেন, ব্রি-২৮ ধানের চেয়ে বাউ ধান-৩ হেক্টর প্রতি ফলন অনেক বেশি হবে। এতে লাভবান হবেন কৃষকরা। এছাড়া, বোরো মৌসুমে আগাম জাত হিসেবে সারা দেশে বাউ ধান-৩ ছড়িয়ে দেয়ার কাজ চলছে বলেও জানান গবেষক লুৎফুল হাসান।

আজকের খুলনা
আজকের খুলনা