• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতা প্রদান

আজকের খুলনা

প্রকাশিত: ৮ এপ্রিল ২০২০  

বেসরকারি কলেজ শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতা প্রদান করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) চারটি ব্যাংকে বৈশাখী ভাতার চেক পাঠানো হয়েছে। আগামী ১৩ এপ্রিলের মধ্যে শিক্ষক-কর্মচারীরা এ অর্থ তুলতে পারবেন বলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) থেকে জানা গেছে।

জানা গেছে, এর আগে ৭ এপ্রিল বৈশাখী ভাতার সরকারি আদেশ জারি করে শিক্ষা মন্ত্রণালয়। গত বছর থেকে এমপিওভুক্তি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতা দেয়া হচ্ছে।

মাউশি থেকে জানা গেছে, বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষক ও কর্মচারীদের বৈশাখী ভাতা দিতে প্রায় ১৩৮ কোটি টাকার মতো প্রয়োজন হবে। ২০১৯-২০২০ অর্থবছরে এ টাকা বরাদ্দ রেখেছে অর্থ মন্ত্রণালয়।

২০১৮ সালের ৮ নভেম্বর বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জন্য বৈশাখী ভাতা ও ৫ শতাংশ ইনক্রিমেন্ট দেয়ার ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর ঘোষণার পর সে বছর থেকেই শিক্ষকরা ৫ শতাংশ ইনক্রিমেন্ট পাচ্ছেন। এমপিওভুক্ত প্রায় পাঁচ লাখ শিক্ষক-কর্মচারী পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষে এ বছর থেকে মূল বেতনের ২০ শতাংশ বৈশাখী ভাতা পাবেন।

আজকের খুলনা
আজকের খুলনা