• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

আজকের খুলনা

বেলা যত বাড়ে শীতের তীব্রতা ততই বাড়ে

আজকের খুলনা

প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০১৯  

শীতকালে সাধারণত বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শীতের তীব্রতা কমে। তবে গত কয়েকদিন থেকে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহে খুলনার দাকোপে যেন ঘটছে এর উল্টো। বেলা যত বাড়ে শীতের তীব্রতা ততই বাড়ে। এতে করে দুর্বিষহ কষ্ট দেখা দিয়েছে ছিন্নমূল মানুষদের মধ্যে। ঘনকুয়াশা আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। গত কয়েকদিনে তাপমাত্রা নেমে এসেছে ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসে। এতে তীব্র শীত অনুভূত হচ্ছে।

দাকোপ উপজেলার এক দিনমজুর জানান, সকালে তেমনটি শীত অনুভূত হয় না। বেলা যত বাড়ে হিমেল বাতাসে শীতের তীব্রতাও তত বাড়তে থাকে। ফলে কাজকর্ম বন্ধ হয়ে গেছে। উপার্জন না করতে পারলে স্ত্রী-সন্তান নিয়ে খাব কী?

উপজেলার এক বাজার ব্যবস্যায়ী জানান, শীতের কারণে দোকানের ক্রেতা কমে গেছে। এতে ব্যবস্যার ক্ষতি হচ্ছে।

এদিকে গরম কাপড়ের দোকানগুলোতে এখন মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে। এই সুযোগে ব্যবসায়ীরা অস্বাভাবিক হারে গরম কাপড়ের দাম বাড়িয়েছেন বলে অভিযোগ করছেন ক্রেতারা। ফলে দরিদ্র মানুষের পক্ষে শীতের কাপড় সংগ্রহ করা খুব কষ্টকর হয়ে পড়েছে। হঠাৎ করে শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় লেপ-তোশক বানানোরও হিড়িক পড়েছে।

লেখক ও কবি প্রতীক ওমর জানান, ছিন্নমূল অসহায় মানুষদের এমন তীব্র শীত মোকাবেলা করা কঠিন হয়ে পড়েছে। ব্যক্তি এবং কিছু সামাজিক সংগঠনের পক্ষ থেকে গরম কাপড় বিতরণ করা হলেও প্রয়োজনের তুলনায় অপ্রতুল। সমাজের হৃদয়বান ব্যক্তিরা এসব শীতার্ত মানুষের পাশে দাঁড়াবেন এমন প্রত্যাশা নিয়েই তাকিয়ে আছে অসহায় মানুষগুলো।

আজকের খুলনা
আজকের খুলনা