• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ

আজকের খুলনা

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০১৯  

সনাতন সম্প্রদায়ের বিশ্বকর্মা পূজা উপলক্ষে বেনাপোল বন্দর দিয়ে ভারত-বাংলাদেশ দুই দেশের মধ্যে সকল প্রকার আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে পাসপোর্ট যাত্রীদের চলাচল স্বাভাবিক রয়েছে।

আজ সকাল থেকে বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে সকল প্রকার আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।

এই বিষয়ে জানতে চাইলে ভারতের পেট্রাপোল বন্দরের সিএন্ডএফ এজেন্ট স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শ্রী কার্তিক চক্রবর্তী জানান, ভারতে বিশ্বকর্মা পূজা উপলক্ষে বুধবার দুই দেশের মধ্যে সকল প্রকার আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

বেনাপোল কাস্টমসের সহকারী কমিশনার উত্তম চাকমা আমদানি-রপ্তানি বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করে বলেন, ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষ আমাদের একটি চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছেন। বৃহস্পতিবার সকাল থেকে দুই দেশের মধ্যে পুনরায় আমদানি-রপ্তানি বাণিজ্যসহ সকল কর্মকাণ্ড স্বাভাবিক নিয়মে চলবে।

 

আজকের খুলনা
আজকের খুলনা