• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

বৃহস্পতিবার থেকে খুলনা-চিলাহাটি রুটে চলবে পার্সেল ট্রেন

আজকের খুলনা

প্রকাশিত: ১৩ মে ২০২০  

কৃষকের উৎপাদিত কৃষিপণ্য পরিবহনের জন্য বৃহস্পতিবার (১৪ মে) থেকে খুলনা-চিলাহাটি রুটে চলবে এক জোড়া পার্সেল স্পেশাল ট্রেন। করোনার কারণে ঘোষিত লকডাউনে গণপরিবহন বন্ধ থাকায় কৃষিপণ্য পরিবহনের জন্য এর আগে ১ মে থেকে বিভিন্ন রুটে পার্সেল স্পেশাল ট্রেন চালু করে বাংলাদেশ রেলওয়ে।

বুধবার (১৩ মে) পশ্চিমাঞ্চলের রেলওয়ের চিফ অপারেটিং সুপারিটেন্ডেন্টের কার্যালয় থেকে বিষয়টি জানা যায়। সপ্তাহের ছয় দিন চলাচল করবে খুলনা-চিলাহাটি রুটের পার্সেল স্পেশাল ট্রেনটি। খুলনা স্টেশন থেকে ট্রেনটি প্রতি রবি, মঙ্গল ও বৃহস্পতিবার এবং চিলাহাটি স্টেশন থেকে সোম, বুধ ও শুক্রবার চলাচল করবে।

ট্রেনটি খুলনা থেকে সকাল ৯টায় ছেড়ে এসে চিলাহাটি পৌঁছাবে রাত ৮টা ৪০ মিনিটে। এদিকে পার্সেল স্পেশাল ট্রেনটি খুলনা থেকে বন্ধ থাকবে শনিবার এবং চিলাহাটি থেকে রোববার।

পার্সেল স্পেশাল ট্রেনের রুট সম্পর্কিত প্রজ্ঞাপন

বর্তমানে তিনটি রুটে পার্সেল স্পেশাল ট্রেন চলাচল করছে। রুট তিনটি হলো চট্টগ্রাম- সরিষাবাড়ী-চট্টগ্রাম, ঢাকা-ভৈরব বাজার-ঢাকা এবং বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন (পঞ্চগড়)-ঢাকা।

উল্লেখ্য, করোনার কারণে গত ২৫ মার্চ সন্ধ্যা থেকে অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে মালবাহী ট্রেন চলাচল অব্যাহত রয়েছে।

আজকের খুলনা
আজকের খুলনা