• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

বুয়েটের স্থাপত্য বিভাগের অঙ্কন পরীক্ষা শুরু

আজকের খুলনা

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০১৯  

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের স্থাপত্য বিভাগের অঙ্কন অংশের পরীক্ষা শুরু হয়েছে। আজ দুপুর ২টায় শুরু হয় এ পরীক্ষা। শেষ হবে বিকেল ৪টায়।

এই বিভাগের শিক্ষার্থীদের মোট পাঁচ ঘণ্টার পরীক্ষায় অংশ নিতে হচ্ছে। সকাল ৯টা থেকে ১২টা ও দুপুর ২টা থেকে বিকেল ৪টা। এই বিভাগে মোট ১৩৯৮ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।

এর আগে সকালে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ অংশে আবেদন করেছেন ১০ হাজার ৭৬৩ জন। এই ভর্তি ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখ আগামী ৫ নভেম্বর।

বুয়েটে এবার ভর্তির জন্য মোট ১৬ হাজার ২৮৮ জন আবেদন করেছিলেন। তাদের মধ্যে যাচাই-বাছাই করে ১২ হাজার ১৬১ জন শিক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হয়।

সকালে এক সংবাদ সম্মেলনে বুয়েট উপাচার্য (ভিসি) অধ্যাপক সাইফুল ইসলাম বলেন, ‘২০১৯-২০২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে হচ্ছে। শিক্ষার্থীদের দাবি পূরণে আমরা কাজ করছি। আবরার হত্যার প্রতিবাদের আন্দোলন ভর্তি পরীক্ষার্থীদের মধ্যে কোনো প্রভাব ফেলেনি। ৯০ ভাগ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে।’

ভর্তি পরীক্ষার ৯ দিন আগে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার প্রতিবাদে আন্দোলনে উত্তাল হয়ে ওঠে বুয়েট ক্যাম্পাস। আন্দোলনকারী শিক্ষার্থীরা ১০ দফা দাবি জুড়ে দেয়। তাদের দাবি মানা না হলেও ভর্তি পরীক্ষা হতে দেয়া হবে না বলেও জানায় আন্দোলনকারীরা। একপর্যায়ে বুয়েট কর্তৃপক্ষ তাদের দাবি-দাওয়া মেনে নিতে শুরু করলে ১৩ ও ১৪ অক্টোবর আন্দোলন শিথিল করে আন্দোলনকারীরা।

আজকের খুলনা
আজকের খুলনা