• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

আজকের খুলনা

বিয়েতে রাজি না হওয়ায় অপহরণের চেষ্টা, মেয়ের বাড়িতে ভাঙচুর

আজকের খুলনা

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২০  

ঝালকাঠির কাঁঠালিয়ায় মালয়েশিয়া প্রবাসী এক যুবকের বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় কলেজ ছাত্রীকে অপহরণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। অপহরণে ব্যর্থ হয়ে ছাত্রীর বাড়িতে হামলা ও ভাংচুর করারও অভিযোগ করা হয়েছে। হামলাকারীরা ছাত্রীর মা-বাবা ও মামাকে মারধর করে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কৈখালী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এদিন বিকেলে ছাত্রীর মামা বাদী হয়ে কাঁঠালিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার বিবরণে জানা যায়, উপজেলার মহিষকান্দি গ্রামের মালয়েশিয়া প্রবাসী মহিউদ্দনের জন্য কৈখালী গ্রামের এক কলেজ ছাত্রীকে বিয়ের প্রস্তাব দেয় হয়। এতে রাজি না হওয়ায় মহিউদ্দিন দলবল নিয়ে শুক্রবার দুপুরে মেয়ের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। হামলাকারীরা ওই ছাত্রীকে জোর করে তুলে নেওয়ার চেষ্টা করে। এতে বাধা দিতে গেলে ছাত্রীর মা-বাবা ও মামাকে মারধর করা হয়। এসময় ছাত্রীর স্কুলপড়ুয়া বোনকে অপহরণেরও হুমকি দেয় হামলাকারীরা।

এ ঘটনায় ছাত্রীর মামা মহিউদ্দিনসহ সাত জনকে আসামী করে কাঁঠালিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। 

কাঁঠালিয়া থানার ওসি (তদন্ত) কাজী সাখাওয়াত হোসেন জানান, জোরপূর্বক ছাত্রী অপহরণ, বাসা-বাড়ি ভাংচুর ও পরিবারকে জিম্মি করার অভিযোগে ছাত্রীর মামা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। আসামীদের গ্রেফতারে চেষ্টা চলছে । 

আজকের খুলনা
আজকের খুলনা